রাজাপুরে বিশাল এলাকাজুড়ে ঈদগাহ নির্মাণ, ঈদগাহ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ ও খুশি মুসল্লিরা

আলমগীর শরীফ, ঝালকাঠী প্রতিনিধি:-

ঝালকাঠির রাজাপুরে উপজেলা পরিষদের অর্থায়নে ও ইউএনও রাহুল চন্দর উদ্যোগে উপজেলা মডেল মসজিদ সংলগ্ন ”উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ” নির্মাণ করা হয়েছে। প্রায় ১৭ হাজার বর্গফুট আয়তনের এই ঈদগাহ রাজাপুর মডেল মসজিদ ও উপজেলা পরিষদের পুকুরের মধ্যবর্তী বিশাল মাঠে স্থাপন করা হয়েছে।


স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বড় পরিসরে ঈদ জামাতের জন্য একটি উপযুক্ত খোলা জায়গার অভাব ছিল। নতুন এই ঈদগাহ নির্মাণ হওয়ায় এলাকার মুসল্লিদের মধ্যে ব্যাপক আনন্দ ও সন্তুষ্টি প্রকাশ পেয়েছে। ঈদগাহটির দ্রুত বাস্তবায়ন, কাজের গুণগত মান এবং পর্যাপ্ত খোলা জায়গা থাকায় আগত মুসল্লিদের আরামদায়ক পরিবেশ নিশ্চিত হবে বলে আশা করছেন স্থানীয়রা।

ঈদ নামাজ ও জানাজাসহ ধর্মীয় সমবেত নিশ্চিত হবে।
রাজাপুর উপজেলা পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, ইউএনও রাহুল চন্দ উপজেলা পরিষদের রাজস্বখাতের অর্থায়নে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানদের দীর্ঘদিনের চাহিদা মেটাতেই এই উদ্যোগ গ্রহণ করেন। ঈদুল ফিতর ও ঈদুল আজহার জামাতসহ বিশেষ নামাজ আদায়ে এটি ব্যবহার করা যাবে।


স্থানীয় মুসল্লিরা কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, আধুনিক ও প্রশস্ত এই ঈদগাহ রাজাপুরে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। একই সঙ্গে উপজেলা পরিষদের এমন উদ্যোগকে তারা স্বাগত জানিয়েছেন এবং সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ জানিয়েছেন।

Leave a Reply