গাইবান্ধায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসের বর্ণাঢ্য আয়োজন

‎মোঃ জাহিদ হোসেন জিমু
‎গাইবান্ধা জেলা প্রতিনিধি

‎প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপিত হয়েছে।

‎পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক ও কারিগরি সহায়তায় এবং এসকেএস ফাউন্ডেশনের বাস্তবায়নে পরিচালিত Recovery and Advancement of Informal Sector Employment (RAISE) প্রকল্পের উদ্যোগে মঙ্গলবার (১২ আগস্ট) সকালে এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

‎সকাল ১০টা ৩০ মিনিটে এসকেএস ফাউন্ডেশন প্রফেসর কলোনি শাখা থেকে শুরু হওয়া র‌্যালিটি গাইবান্ধা সরকারি কলেজ ও জেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে পুনরায় প্রফেসর কলোনি শাখায় এসে শেষ হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রকল্পের কর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক যুবক-যুবতী অংশগ্রহণ করেন।

‎আয়োজকরা জানান, প্রযুক্তি-দক্ষ যুবসমাজ গড়ে তোলা এবং বহুপাক্ষিক অংশীদারিত্বের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

Leave a Reply