ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত ঈদগাঁও: জন দুর্ভোগ চরমে

ঈদগাঁও (কক্সবাজার) কক্সবাজার

দক্ষিণ চট্রলার বৃহৎ বানিজ্যিক কেন্দ্র ঈদগাঁও বাজার ও স্টেশন এলাকা যেন ময়লার ভাগাড়ে পরিণত হয়ে পড়েছে। চারপাশ জুড়ে শুধু ময়লা আবর্জনার স্তুপ। দুর্গন্ধ বিষিয়ে উঠেছে পরিবেশ দেখার যেন কেউ নেই। প্রতিদিন হাজারো মানুষ ও স্কুলগামী শিক্ষার্থীদের হাঁটাচলায় অসুবিধার সৃষ্টি হচ্ছে।

দেখা যায়, ঈদগাঁও স্টেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান বলতে কেজি স্কুল গেইট, জাগিরপাড়া রাস্তার মাথা, ইসলামী ব্যাংক পয়েন্ট, রাস্তাঘাট, মধুবনের মোড়, মিষ্টিবনের পাশের ফুটপাত, সেইফ ইসলামিয়া শপিংমল ও জাপান মার্কেটের সম্মুখ স্থানটি ময়লার ভান্ডার হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয় দোকানদার ও ফুটপাত দখল করে বসা ব্যবসায়ীদ্বারা ময়লা প্রতিদিন তৈরি হচ্ছে। রাস্তা পাশে যত্রতত্র ফেলছে খাবার উচ্ছিষ্ট, প্লাস্টিক, পচনশীল দ্রব্যসহ নানান ধরনের বর্জ্য। অথচ এসব পরিষ্কার বা সরিয়ে নেওয়ার কোন উদ্যোগ নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

এতে হারিয়ে যেতে বসেছে ঈদগাঁওর সৌন্দর্য, আর বাজারগামী মানুষ হারাচ্ছে বাজারের প্রতি আস্থা। পরিচ্ছন্ন ঈদগাঁও গড়তে এখন প্রয়োজন কঠোর নজরদারি,নিয়মিত বর্জ্য ব্যবস্থাপনা ও ব্যবসায়ীদের সচেতনতা। তা না হলে ঈদগাঁওর প্রাণকেন্দ্র আরো ভয়াবহ রূপ ধারণ করতে পারে। যা জনস্বাস্থ্য ও সৌন্দর্য উভয়ের জন্যই হুমকিস্বরূপ।

কজন পথচারী জানান,বাজার ও স্টেশনের নানা পয়েন্টে বৃষ্টির পানি জমে কদমাক্তে চেয়ে গেছে। হাঁটাচলা অনেকটা দায় হয়ে পড়েছে। গর্তে পানি জমে যানবাহন চলাচলে দূর্ঘটনার আশংকা করে চালকরা।

Leave a Reply