
মাসুদুর রহমান , দিনাজপুর জেলা
প্রতিনিধি :
দিনাজপুরের আমবাড়ীতে বিএনপির প্রাথমিক সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই ২০২৫) বিকেল সাড়ে ৫টায় পার্বতীপুর উপজেলার আমবাড়ী বহুমূখি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি এসএম জাকারিয়া বাচ্চুু।
এ সময় এস এম জাকারিয়া বাচ্চু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আগামী দিনে দিনাজপুর ৫ আসনে বিএনপির বিজয় ছিনিয়ে আনা হবে ইনশাল্লাহ। এ ব্যাপারে তিনি উপস্থিত সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।