সরকারি জমি দখলমুক্ত করতে গাজীপুর কোনাবাড়ী উচ্ছেদ অভিযান, ৯টি স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে


জুলফিকার আলী জুয়েলঃ


গাজীপুর কোনাবাড়ী পূর্ব খোলাপাড়া এলাকায় সরকারি জমি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২৪ জুন) বিকেল ৪ টা নাগাদ বাবুর্চি মোড় সংলগ্ন খোলাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন গাজীপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মঈন খান এলিস।

অভিযানে সরকারি খাস খতিয়ানের ০.৯৬ একর জমি দখলমুক্ত করা হয়। উচ্ছেদকৃত জমির অবস্থান পূর্ব খোলাপাড়া মৌজায়, খতিয়ান নম্বর এস.এ-১ ও আর.এস-১ এবং দাগ নম্বর এস.এ-২৩ ও আর.এস-৯২ এর আওতাভুক্ত। জায়গাটি গাজীপুর সিটি কর্পোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের অন্তর্গত।

অবৈধভাবে গড়ে ওঠা ৫টি দোকান, ১টি হোটেল ও ৩টি ঝুট গোডাউনসহ মোট ৯টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এইসব স্থাপনা দীর্ঘদিন ধরে সরকারি জমি দখল করে ব্যবসা পরিচালনা করছিল। অভিযানে কোন ধরনের সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

জানা গেছে, এই জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলোর বিরুদ্ধে আগে থেকেই মামলা চলমান ছিল। উচ্ছেদ মোকদ্দমা নম্বর ৭/২১ অনুযায়ী আদালতের নির্দেশে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈন খান এলিস বলেন, “সরকারি সম্পত্তির ওপর অবৈধ দখলদারিত্ব কোনভাবেই বরদাস্ত করা হবে না। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।”

স্থানীয় জনগণ প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং নিয়মিত তদারকি বজায় রাখার আহ্বান জানিয়েছে।

Leave a Reply