
মোঃ জাহিদ হোসেন দিনাজপুর
দিনাজপুর পুলিশ লাইনস্ অস্ত্রাগার ইনচার্জ, পুলিশ পরিদর্শক (সশস্ত্র) জনাব মোঃ আনোয়ার হোসেন এর বদলিজনিত বিদায় উপলক্ষে দিনাজপুর জেলার মান্যবর পুলিশ সুপার #জনাবমোঃমারুফাত_হুসাইন মহোদয়ের সভাপতিত্বে পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পুলিশ সুপার মহোদয় বিদায়ী অতিথির কর্মদক্ষতার বিভিন্ন নিদর্শন তুলে ধরেন এবং একসাথে কাজ করার বর্ণিল স্মৃতিচারণকালে উপস্থিত সকলেই আবেগাপ্লুত হন। পরবর্তীতে পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশ দিনাজপুরের পক্ষ থেকে তাঁকে স্মৃতিসম্মাননা উপহার দেন।
এ সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জনাব সিফাত-ই-রাব্বান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), দিনাজপুরসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।