গাজীপুর মহানগর গাছা বিএনপির পক্ষথেকে তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিনিধি :-

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে গাজীপুর মহানগর গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক খান এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছেন গাজীপুর মহানগর ও গাছা থানা বিএনপি।  

আজ শনিবার (১৯ জুলাই) বিকাল ৪ টায় গাজীপুর মহানগরীর গাছা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক গাছা রোড থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে মহানগরীর বোর্ড বাজার মালেকের বাড়ি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বোর্ড বাজার কেন্দ্রীয় মসজিদের সামনে শেষ হয়। পরে সেখানে হাজার হাজার নেতাকর্মীদের মাঝে বক্তব্য রাখেন, হুমায়ুন কবির রাজু সাবেক সাংগঠনিক  সম্পাদক গাজীপুর মহানগর বিএনপি, মোঃ হারুনুর রশিদ খান সদস্য কৃষক দল কেন্দ্রীয় কমিটি, মো: দানিছুর রহমান  দিদার, হাজী আবুল কাশেম, কামরুজ্জামান বিপ্লব, জয়নাল আবেদিন, মনির হোসেন খান, মতিউর রহমান মৃধা, মোঃ শফিউল্লাহ খান বকুল, শরীফ সরকার, বেলায়েত মাস্টার, ইব্রাহিম হোসেন, মহিনুদ্দিন মহিন, আলম মাস্টার, মোতাহার হোসেন, আব্দুস সামাদ, আব্দুল মান্নান, মাওলানা মানসুর রহমান ,মো: আনিসুর রহমান ,মোঃ মোখলেছুর রহমান ,মোঃ সাদিকুর রহমান টিপু ,মাওলানা আবুল কালাম আজাদ ও মহানগর বিভিন্ন ওয়ার্ড ও গাছা থানার নেতৃবৃন্দরা। 

বিক্ষোভ সমাবেশে বিভিন্ন মামলা হামলা কারা নির্যাতিত নেতা গাজীপুর মহানগর গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক খান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি তার সারাজীবন দেশের মানুষের কল্যাণে কাজ করে গেছেন। দেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। আজ তাকে নিয়েও মিথ্যা অপপ্রচার ও ছবি অবমাননা করা হচ্ছে। বিগত ১৭ বছর ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদের বিরুদ্ধে অনেক আন্দোলন সংগ্রাম করেছি। আজ তাকে নিয়েও অনেক অপপ্রচার ও কুরুচিকর মন্তব্য করা হচ্ছে যা অত্যন্ত দুঃখজনক। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। 

আগামীতে কোন অপপ্রচার ও ষড়যন্ত্র সহ্য করা হবে না জানিয়ে তিনি বলেন, জামায়াত ও এনসিপি একত্র হয়ে নির্বাচন নিয়ে নতুন করে চক্রান্ত শুরু করেছে। আমরা সবাই মিলে ফ্যাসিবাদী হাসিনা মুক্ত বাংলাদেশ চেয়েছিলাম। সেই আন্দোলনে জনগণসহ সব দল অংশ নিয়েছিল। আজ কেউ-কেউ নিজেদের আন্দোলনের দাবিদার হিসেবে বিভ্রান্তি ছড়াচ্ছে।‌ আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়ন ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করবো ইনশাআল্লাহ।

Leave a Reply