ভেড়ামারায় ডাকাতি, স্বর্ণালঙ্কার নগদ টাকা সহ চুরির ঘটনা ঘটেছে

হৃদয় রায়হান কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় আজ বেলা ১১.৩০ ঘটিকার সময়  ভেড়ামারা  থানাধীন বাহিরচর ইউনিয়নের পশ্চিম দামুকদিয়া গ্রামের আলমগীর হোসেন (৩৮), পিতা মৃত আতিয়ার রহমান,সাং পশ্চিম দামুকদিয়া, থানা ভেড়ামারা, জেলা:কুষ্টিয়া এর বাড়িতে কে বা কাহারা  বাড়ির পেছন দিক দিয়ে প্রবেশ করে ঘরে ঢোকার গ্রিলের দরজার তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে সাড়ে তিন ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৩ লক্ষ টাকা চুরি করে নিয়ে গেছে বলে তার পরিবার সূত্রে জানা যায়।

রাতে গরু ডাকাতি এবং দিনের বেলায় চুরি বিষয় টা নিয়ে বেশ কানাঘুষা চলছে। আকবর বলেন, আইনশৃঙ্খলার অবনতি এর জন্য দায়ী। আজ যদি পুলিশ আগের মত সক্রিয় থাকতো তাহলে এমন হতো না। পুলিশ প্রশাসন কে আগের মত সক্রিয় থাকার আহবান জানান।

এদিকে গতরাতে সাবেক উপজেলা চেয়ারম্যান আক্তারুজ্জামান মিঠু’র

ইট ভাটা সংলগ্ন তার গরুর খামারে দিবাগত মধ্যে রাতে ১দল ডাকাত প্রবেশ করে খামারে কর্মরত শ্রমিকদের অস্ত্রের মুখে হাত-পা ও চোখ বেঁধে ট্রাক ঠেকিয়ে ৭টি বড় গরু ও ১ টা ছাগল ডাকাতি করে নিয়ে পালিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ডাকাত দলের কাউকে সনাক্ত বা গ্রেফতার করতে পারেনি ভেড়ামারা থানা পুলিশ।

মিঠু বলেন এ বিষয়ে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ কে অবহিত করেছি।

সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় উপজেলা ও পুলিশ

প্রশাসন এবং রাজনৈতিক নেতৃবৃন্দের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভেড়ামারাবাসী।

Leave a Reply