হৃদয় রায়হান কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের ছেঁউড়িয়ায় আজ (১৭ই অক্টোবর ২০২৪)থেকে তিনদিন ব্যাপী শুরু হতে যাচ্ছে আধ্মাতিক সাধক বাউল সম্রাট ফকির লালন শাহ-এর ১৩৪ তম তিরোধান দিবস উপলক্ষে লালন স্মরণোৎসব-২০২৪।
১৭, ১৮ ও ১৯ অক্টোবর,২০২৪ইং (১, ২ ও ৩ কার্তিক ১৪৩১খ্রী.)বৃহস্পতি,শুক্র ও শনিবার বাউল সম্রাট ফকির লালন শাহ-এর ১৩৪ তম তিরোধান দিবস উপলক্ষে অনুষ্ঠিতব্য লালন স্মরণোৎসব-২০২৪ -এ দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু, ফকির, বাউল, ভক্ত, পাগল ও দর্শনার্থীরা আসতে শুরু করেছে।
এ উপলক্ষে ছেঁউড়িয়ায় কালিগঙ্গা নদীর তীরে লালন আঁখড়া বাড়িতে এখন চলছে আয়োজনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। উৎসবের ৩ দিন লালনের আঁখড়াবাড়ির ভিতরে ও আশপাশের অঞ্চল জুড়ে ছোট-ছোট দলে ভাগ হয়ে বাউল ভক্তরা গাইবেন লালনের গান। এছাড়াও লালন মঞ্চে থাকবে সারারাত গানের আয়োজন।
উল্লেখ্য, ১২৯৭খ্রী. পহেলা কার্তিক আধ্মাতিক সাধক লালন শাহ-এর ওফাত হয়।
এরপর থেকে লালনের অনুসারীরা প্রতিবছর ছেঁউড়িয়ার আঁখড়া বাড়িতে নানা আয়োজনের মধ্য দিয়ে এদিবস উপলক্ষে লালন স্মরণোৎসব পালন করে থাকে।