কেন্দুয়ায় টিসিবির পণ্যসহ বিএনপি নেতা আটক

 

 

সৈয়দ সময় , নেত্রকোনা :

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় বেআইনিভাবে সংরক্ষণে রাখা টিসিবির পণ্যসহ একজনকে আটক করে সেনাবাহিনীর সদস্যরা ।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে উপজেলার পাইকুড়া ইউনিয়নে টিসিবির ১শত ৮০ কেজি চাউল, ৭০ কেজি ডাল এবং ৭২ লিটার তৈলসহ ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসেম ভুঁইয়াকে আটক করা হয় বলে জানা যায় স্থানীয় সূত্রে ।

পাইকুড়া ইউনিয়নের বাড়লা গ্রামের ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসেম ভুঁইয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে তাঁর নিজ ঘর থেকে জব্দ করা হয় এ সব পণ্য ।

জানা যায়, গত বুধবার (২ অক্টোবর) পাইকুড়া ইউনিয়নের মিঞা হোসেন মার্কেট এলাকায় ৩, ৪, ৫ নং ওয়ার্ডের কার্ডধারীরে মাঝে টিসিবির পণ্য বিক্রি করতে আসেন মেসার্স আয়েশ ট্রেডার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি । এসময় আবুল হাসেম ভুঁইয়া টিসিবির ঐসব ববপণ্য সংগ্রহ করে তাঁর বাড়িতে নিয়ে যায় । বৃহস্পতিবার সকালে সেনাবাহিনীর সদস্যরা আবুল হাসেম ভুঁইয়ার নিজ ঘর থেকে ঐসব টিসিবির পণ্যসহ আটক করে নিয়ে যায় তাকে ।

এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, পাইকুড়া ইউনিয়নের বাড়লা গ্রামের আবুল হাসেম ভুঁইয়াকে অবৈধভাবে টিসিবির চাল, ডাল ও তৈল রাখার অভিযোগে থানা হেফাজতে রাখা হয়েছে । অভিযুক্তকে কোর্টে প্রেরণের আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন ।

Leave a Reply