মোঃ কাওছার মিয়া দিপু বগুড়া জেলা প্রতিনিধি :
কাহালু উপজেলার এরুইল গ্রামে গতরাত আনুমানিক ৩.২০ ঘটিকায় আলমগীর হোসেন, পিতা: মৃত জাহের এর বাড়িতে কয়েল এর আগুন থেকে সুত্রপাত হওয়া আগুনে পোশাকপরিচ্ছদ, সন্তানের বই পুস্তক ও আসবাবপত্রসহ বাড়ির টিনের ছাউনি ভস্মীভূত হয়। সাথে এনজিও থেকে ব্যবসায় বিনিয়োগের জন্য ঋণের ১লক্ষ টাকাও পুড়ে যায়।
গভীর ঘুমে আচ্ছন্ন প্রতিবেশীরা আগুনের গন্ধ পেয়ে দ্রুত এগিয়ে এসে নিভাতে সক্ষম হন। নইলে আশে পাশের আরো ৪/ ৫টি বাড়ীও পুড়ে ছাই হত। জানা যায়,গভীর রাতে পরিবারসহ আলমগীর পরের দিনের জন্য হোটেলের খাবার তৈরির পূর্ব প্রস্তুতি নিচ্ছিল। বাড়িতে পরিবারের কেউ ছিল না।তাই তারা প্রাণে বেঁচে যায়।
সম্প্রতি আলমগীর স্থানীয় এরুইল বাজারে ঘর ভাড়া নিয়ে রেস্তোরাঁর ব্যবসা শুরু করে এবং স্ত্রী-সন্তান নিয়ে সেখানে কাজ করে সংসার চালায়। ইতঃপূর্বে আলমগীর অসুস্থ হয়ে পড়লে গ্রামবাসীর সহযোগিতা ও ধার দেনা করে সুস্থ হয়ে উক্ত ব্যবসা শুরু করেছিল।
দূর্যোগের রেশ কাটতে না কাটতেই সে পরিবার নিয়ে মহাদূর্যোগের অথৈ সমুদ্র নিমজ্জমান। আগুনে নগদ টাকাসহ প্রায় আনুমানিক ৩লক্ষ টাকা ক্ষতি হয়েছে। প্রশাসনের সহযোগিতা ছাড়া তার ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা ক্ষীণ। পরিবার নিয়ে না খেয়ে খোলা আকাশের নিচে দিনাতিপাত করতে হচ্ছে।