স্টাফ রিপোর্টার
হবিগঞ্জ-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সুপ্রিম কোর্টের আইনজীবী সোসাল মিডিয়া জনপ্রিয় ব্যাক্তি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে চুনারুঘাট উপজেলার পৌর শহরঘেষা পুরাতন মরানদীর কচুরিপানা মুক্তকরণ ও বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করলেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এমপি।
রবিবার (১৪ জানুয়ারি দুপুরে ঘণকুয়াশা ও প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করে কর্মী সমর্থক ও শ্রমিকরা নদী পরিষ্কার কার্যক্রম শুরু করেন।
এছাড়াও ব্যারিস্টার সুমনের আহবানে অনেকেই সেচ্চাশ্রমে অংশে নেয় বর্জ্য অপসারণে। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পূর্বে চুনারুঘাট মধ্যে বাজারে নির্বাচনী পথসভায় প্রতিশ্রুতির দেন এমপি ব্যারিস্টার সুমন।
তিনি মরানদীর কচুরিপানা পরিষ্কার করে নদীকে দৃষ্টি নন্দন করার ঘোষণা দেন। সেই বক্তব্যে ব্যারিস্টার সুমনের লাখো ভক্ত, অনুসারী ও শুভ্যানুধায়ী উদ্দ্যেশে পুরাতন মরানদীর বর্জ্য অপসারণ ও বর্জ্য মুক্ত চুনারুঘাট উপহার দেওয়া সহ স্বপ্নের কথাগুলো শেয়ার করেন। দেশ ও দেশের বাহিরে সমানতালে আলোচিত উচ্চ আদালত ও ফুটবল মাঠে সাফল্যের পর ভোটযুদ্ধে নামেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ভাবে আলোচিত ও পরিচিতি লাভ করা সুমন বাংলাদেশ আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী হয়ে স্থানীয় আওয়ামী লীগের সদস্য দায়িত্ব পালনসহ সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক ও কেন্দ্রীয় যুবলীগের আইন বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পালন করে দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে প্রতিন্দ্বন্দ্বিতা করেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা দু’বারের সংসদ সদস্য সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীকে লাখো ভোটে হারিয়ে বিজয়ী হন সুমন। প্রথম বারেই ঈগল প্রতীক নিয়ে বিজয়ী হয়ে ইতিহাস সৃষ্টি করেন সংসদ সদস্য সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল সুমন।
সুমন বলেন, জনগণের ভোটের দায় মেটাতে যে ইতশেহার ঘোষণা করেছিলাম এর মধ্যে নদীর কচুরিপানা ও বর্জ্য অপসারণ ছিল প্রথম ও অন্যতম। আমার বিশ্বাস আগে নিজ তাগিদে যেভাবে সফল হয়েছি, এবার জনগণ দায়িত্ব দিয়েছে তাই আরও বেশি করবো এমনটাই প্রত্যাশা তার। ব্যারিস্টার সুমনের ভক্ত তাজুল বাহার বলেন, আমি ঈগলের সমর্থক ছিলাম। তিনি কথা দিয়েছিলেন এমপি নির্বাচিত হলে প্রথম ধাপে মরানদীর কচুরিপানা পরিষ্কার করে দৃষ্টি নন্দন করার ঘোষণা দেন। তিনি তার কথা রাখছেন এবং তিনি আহবান করেন তার ভাল কাজে অংশ নিতে। আমি এমপি সাবের আহবানে পরিষ্কার কাজে সেচ্ছায় অংশ নিয়েছি। আমরা চাই মরা নদীকে পরিষ্কার করে দৃষ্টি নন্দন নদী রূপান্তরিত হউক।