গৌরীপুর প্রতিনিধিঃ
ময়মনসিংহ–৩ (গৌরীপুর) আসনের বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী নিলুফার আনজুম। তিনি মোট ভোট পেয়েছেন ৫৪ হাজার ৪৯১। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের সোমনাথ সাহা পেয়েছেন ৫২ হাজার ৫৬৬টি ভোট। শনিবার অনিয়মের কারণে স্থগিত হওয়া এই আসনের কেন্দ্র ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ শেষে এই তথ্য জানান, ইসির যুগ্ম সচিব ফরহাদ আহাম্মেদ খান ময়মনসিংহ–৩ (গৌরীপুর) আসনের স্থগিত হওয়া কেন্দ্র ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রায় ৫৫ দশমিক ৩ শতাংশ ভোট পড়েছে। এই কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৩২ জন। আর ভোট পড়েছে ১ হাজার ৬৭৭টি। সব মিলিয়ে ময়মনসিংহ–৩ (গৌরীপুর) আসনের ৯২টি কেন্দ্রে ভোটের হার ৪৪.৩৫ শতাংশ। অনিয়মে স্থগিত হওয়া ভালুকাপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে সকাল ৮টায় শুরু হওয়া ভোট চলে ৪টা পর্যন্ত। শীত উপেক্ষা করে সকাল থেকে কেন্দ্রে ভিড় করেন ভোটাররা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুরুষদের পাশাপাশি বাড়ে নারীদের ভোটারদের উপস্থিতি। নির্বিঘ্নে ভোটদান নিশ্চিতে নেওয়া হয় ৫ স্তরের নিরাপত্তা। গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের দিন অনিয়ম ও সহিংসতার জেরে ওই কেন্দ্রের ভোট স্থগিত করে নির্বাচন কমিশন। সেদিন বিকেল সোয়া ৪টার দিকে, গৌরিপুর উপজেলার সহনাটি ইউনিয়নের ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভাংচুর ও ব্যালট ছিনতাইয়ের ঘটনা ঘটে। এরপরই ভোট স্থগিত করা হয় কেন্দ্রটিতে। এতে ময়মনসিংহ-৩ আসনের ফলাফল নির্ধারণেও বিপত্তি হয়। কারণ এগিয়ে থাকা প্রার্থীর সঙ্গে নিকটতম প্রতিদ্বন্দ্বীর ভোটের পার্থক্য ছিল ৯৮৫টি। তখন ৯১টি কেন্দ্রের ফলে দেখা যায়, নৌকা প্রতীকে নিলুফার আনজুম পেয়েছেন ৫৩ হাজার ১৯৬ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী সোমনাথ সাহা পেয়েছেন ৫২ হাজার ২১১ ভোট। ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ৩ হাজার ৩২টি ভোটের মধ্যে নৌকা প্রতীক পায় ১২৯৫টি। আর স্বতন্ত্র ট্রাক পেয়েছে ৩৫৫টি ভোট। প্রসঙ্গত, ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে জয়ী নিলুফার আনজুম আওয়ামী লীগের গৌরীপুর উপজেলা শাখার সভাপতি ও প্রধানমন্ত্রীর সাবেক বিশেষ সহকারী প্রয়াত মাহবুবুল হক শাকিলের স্ত্রী।