বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ায় ধারালো অস্ত্রভর্তি ব্যাগ নিয়ে গ্রামে ঢুকে ডাকাতির প্রস্তুতিকালে ধাওয়া করে একজনকে আটক করেছে স্থানীয় জনতা। এসময় ডাকাতদলের ৪-৫জন সদস্য পালিয়ে গেছে। আটক ডাকাত সদস্য বুলবুল আহম্মেদকে (৪৫) পুলিশে সোপর্দ করা হয়েছে। সে কাহালু উপজেলার দেওগ্রামের আফতাব হোসেনের ছেলে। বৃহস্পতিবার বিকেলে তাকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করে পুলিশ। এরআগে গত বুধবার দিবাগত রাত ২টার দিকে আদমদীঘি উপজেলার পাইকপাড়া এলাকা থেকে ওই ডাকাতকে আটক করা হয়। তার ব্যাগ তল্লাশি করে ডাকাতির কাজে ব্যবহৃত ধরালো রামদা, চাকু, লোহার রড, রশি উদ্ধার করা হয়েছে। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাতে পাইকপাড়া পশ্চিমপাড়ায় একদল যুবক ব্যাডমিন্টন খেলছিলেন। রাত ২টার দিকে ৫-৬ জন অজ্ঞাত ব্যক্তি হাতে ব্যাগ নিয়ে গ্রামে ঢুকে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। তাদের অবস্থান টেরপেয়ে যুবকরা এগিয়ে যায়। এসময় ডাকাতরা পালানোর জন্য দৌড় দেয়। যুবকরা ধাওয়া করে বস্তাভর্তি ধারালো অস্ত্রসহ ডাকাত সদস্য বুলবুলকে আটক করে। তবে কয়েকজন ডাকাত পালিয়ে গেছে। আদমদীঘি থানার উপ-পরিদর্শক ফেরদৌস হোসেন জানান, এ ব্যাপারে থানায় ডাকাতির প্রস্তুতি সংক্রান্ত মামলা দায়ের হয়েছে। ডাকাতদলের অন্য সদস্যদের গ্রেফতার তৎপরতা চলছে।