উত্তরায় ফ্ল্যাট ভাড়া নিয়ে বাড়ি দখলের অভিযোগ

উত্তরা প্রতিনিধি

রাজধানী উত্তরায় ১৪ নম্বর সেক্টর ১০ নম্বর রোড ৪ নাম্বার ফ্ল্যাট ভাড়া নিয়ে বাড়ি দখলের পায়তারা করে যাচ্ছে মুজিবুর রহমান মজনু ২০১৫ সালে ফ্ল্যাট ভাড়া নেন জাবেদখানের কাছ থেকে। ২০২১ জাবেদ খান মারা যান ওয়ারিশ সূত্রে জাবেদ খানের ভাতিজা ফয়সাল জিতু তার কাছে ভাড়া চায়। ভাড়া চাওয়াতেই তার আসল রূপ বেরিয়ে আসে মুজিবুর রহমান ওরফে মজনু তাকে ভাড়া না দিয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকি দেয় ভাড়াটিয়া মুজিবুর রহমান মজনু বলে আমি জাবেদ খানের কাছ থেকে ফ্লাট ক্রয় করেছি তুমি কিসের ভাড়া চাও যদি শান্তিতে জীবন যাপন করতে চাও চুপচাপ বাড়িতে থাকবা বেশি বাড়াবাড়ি করলে তুমি এক বাপের এক সন্তান তোমাকে গুম করে ফেলব না হয় মিথ্যা মামলা ফাঁসিয়ে দেব। এর ভয়ে জিতুর পরিবার উত্তরা পশ্চিম থানায় লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগ কথা শুনে ভয়ংকর ভাবে ক্ষিপ্ত হয় বেশি বাড়াবাড়ি হচ্ছে পরিণাম কিন্তু ভালো হবে না। অসহায় পরিবার পৈতিক সম্পত্তি ফিরে পেতে আদালতে মামলাও করেন এই বিষয়ে মুজিবুর রহমান মজনুর কেয়ারটেকার সাদেক খান এর কাছে জানতে চাইলে সে বলে মুজিবুর রহমান মজনু ফ্ল্যাট ক্রয় করেছেন আমি বাড়ি দেখাশোনা করি যারা অভিযোগ করেছেন এগুলো সব মিথ্যা বানোয়াট স্যার দেশে নাই বাহিরে আছে ভুক্তভোগী ফয়সাল জিতু বলেন পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক দখলে নেয়া ফেরত পেতে ও, মিথ্যা মামলা, হামলা, থেকে বাঁচতে ভুক্ত ভোগির পরিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রশাসনের কাছে জোরদাবি জানাই আমাদের পৈতিক সম্পত্তি ফিরে পেতে সকলে সহযোগিতা, চাই।

Leave a Reply