
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) রাঙ্গুনিয়ার সরফভাটায় ‘মানবিক রাঙ্গুনিয়া’র উদ্যোগে ফ্রী ব্লাডগ্রুপ নির্ণয় কর্মসূচি পালিত। ১৭ সেপ্টেম্বর সকাল ১১ টায় ফয়যানে ইয়াছিন শাহ (রাহ্.) মাদরাসাতুল মদিনা মাদরাসা মাঠে সংগঠনের প্রতিষ্ঠাতা সাংবাদিক কামরুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকের হোসাইন বাপ্পুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উদ্বোধক ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সদস্য সৈয়দ নুর, প্রধান অতিথি ছিলেন মানবিক রাঙ্গুনিয়ার প্রধান উপদেষ্টা ও উপজেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার ওসমান গনি, প্রধান বক্তা ছিলেন জিয়া মঞ্চ চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম।
প্রধান আলোচক ছিলেন মানবিক রাঙ্গুনিয়ার উপদেষ্টা আনোয়ার ইসলাম, বিশেষ অতিথি ছিলেন সরফভাটা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুস করিম চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা জাতীয়তাবাদী নাগরিক সমাজের সভাপতি এস এম সালাহউদ্দিন, রাঙ্গুনিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবু তাহের, পৌরসভা জিয়া মঞ্চের সদস্য সচিব মেহেদী হাসান টিপু, দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের যুগ্ম আহবায়ক মোজাফফর হোসেন শাহাদাত, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মনছুর, ওবায়দুল্লাহ, আবুল বয়ান প্রমুখ।
প্রোগ্রামে প্রায় ৩৫০ মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।