খানসামা থানার অভিযানে ৬৭ কেজি গাঁজা উদ্ধার, একজন গ্রেফতার

মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি :

দিনাজপুর জেলার খানসামা থানার ভাবকী ইউনিয়নের মারগাঁও গ্রামে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করেছে খানসামা থানা পুলিশ।

রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খানসামা থানা পুলিশের একটি চৌকস দল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে অভিযান পরিচালনা করে। এ সময় স্থানীয় মাদক ব্যবসায়ী মোঃ আকিবুল ইসলাম ওরফে আজাদ (৫০)-কে গ্রেফতার করা হয়।


অভিযানে আসামির বসতবাড়ির শোয়ার ঘরে রাখা সবুজ রঙের একটি স্টিলের ট্রাংক থেকে বিশেষভাবে মোড়ানো ১৭টি পোটলা গাঁজা উদ্ধার করা হয়।


এর মধ্যে ১৫টি পোটলার প্রতিটির ওজন ৪ কেজি = ৬০ কেজি
বাকি ২টি পোটলার প্রতিটির ওজন ৩.৭ কেজি = ৭.৪ কেজিসহ,সর্বমোট উদ্ধারকৃত গাঁজা = ৬৭.৪ কেজি
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানায়, মাদকবিরোধী কার্যক্রমে দিনাজপুর জেলা পুলিশ সর্বদা সচেষ্ট এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply