রাজাপুরে জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ এবং ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি) এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

আলামগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি:-

ঝালকাঠি জেলাধীন রাজাপুর উপজেলায় ১৪ সেপ্টেম্বর ২০২৫ ইং রোজ রবিবার সকাল ১০ ঘটিকায় উপজেলা কৃষি অফিস সভাকেক্ষে “সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি”এই স্লোগানকে ধারণ করে রাজাপুর উপজেলার ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি)-এর দিনব্যাপী জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ এবং ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।


প্রশিক্ষণ ও সভার আয়োজন করে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (MIPS) প্রকল্প, যা এফসিডি ‘র আর্থিক সহায়তায় বাস্তবায়িত হয়।


রাজাপুর উপজেলার পিএফজির কো-অর্ডিনেটর ও উন্নয়ন সংস্থা সাইডোর নির্বাহী পরিচালক সৈয়দ হোসাইন আহমেদ কামাল এর স্বাগত বক্তব্যের মাধ্যমে ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি) এর ত্রৈমাসিক সভা এবং পরবর্তীতে জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণের সেশন পরিচালনা করেন এমআইপিএস প্রকেল্পের এরিয়া কো-অর্ডিনেটর এস.এম. রাজু জবেদ।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্যে জেন্ডার সচেতনতা, জেন্ডার রোল, জেন্ডার চাহিদা, সমতা এবং ন্যায্যতার, মতপ্রকাশের স্বাধীনতা, সামাজিক সম্প্রীতি ও সংঘাত প্রতিরোধ বিষয়ক নানা দিক নিয়ে আলোচনা ও কার্যকর অনুশীলন পরিচালনা করা হয়।


প্রশিক্ষণ ও ত্রৈমাসিক সভায় অংশগ্রহণ করেন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি) এর সমন্বয়কারী রফিকুল ইসলাম, সহ সভাপতি মেহেদী হাসান পারভেজ, সদস্য নাইম, ইসতিয়াক ইসলাম, ছাত্র অধিকার পরিষদের উপজেলা সাবেক সভাপতি আল আমিন, ছাত্র সামাজের সদস্য সাইফুল ইসলাম সাব্বির, ইসলামী ছাত্র আন্দোলন উপজেলা শাখার সাবেক সভাপতি শেখ খুবায়েব, কলেজ ছাত্রী সুমাইয়া আক্তার লিজা, ইসরাত জাহান শামিমা, তামিরা তারেক ইভা, ঝর্না রানী রায়, শ্রাবনী দাস সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের ছাত্র/ছাত্রী।


প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের আয়োজন তরুণ সমাজকে ইতিবাচক ও দায়িত্বশীল নেতৃত্ব বিকাশে অনুপ্রাণিত করবে।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এমআইপিএস প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মো: রেজবিউল কবির ।

Leave a Reply