৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার স্বেচ্ছাসেবক দলের শোভাযাত্রা


মাহবুব আলম জুয়েল

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার উদ্যোগে বুধবার বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১০টায় টঙ্গীর হোসেন মার্কেট এলাকা থেকে র‍্যালি শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে চেরাগ আলী এলাকায় গিয়ে শেষ হয়।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই র‍্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সুবেল প্রধান এবং পরিচালনা করেন টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক।

র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোঃ আরিফ হোসেন হাওলাদার। এছাড়া উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন দিপু, স্বেচ্ছাসেবক দলের নেতা বাদল মিয়া, বিল্লাল হোসেন, সাইফুল হোসেন খান মিল্টন, সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে মোঃ মনির হোসেন, এস এম স্বপন, রেজভী, আমজাদ হোসেন, মিজানুর রহমান, শাহিন তালুকদার, লোকমান, হাসান, রাসেদুল ইসলাম বাবু, কবির হোসেন, পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মনির হোসেন, আনিসুল রহমান, ফজলুল রহমান, আব্দুল হালিম, ইকবাল হোসেন, পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের মোঃ আনোয়ার হোসেন, এস এম শাকিল পারভ, আবু বক্কর সিদ্দিক, বিল্লাল হোসেন, যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম কাউসার, সাইদুর রহমান রাজিব প্রমুখ।

র‍্যালি শেষে নেতৃবৃন্দ দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন এবং আগামী দিনের আন্দোলন ও সংগ্রামে সক্রিয় থাকার আহ্বান জানান।

Leave a Reply