
কুষ্টিয়ায় আট লক্ষ টাকার সরকারী চালসহ ট্রাক জব্দ
হৃদয় রায়হান কুষ্টিয়া জেলা প্রতিনিধি
ময়মনসিংহ থেকে কুষ্টিয়ায় অবৈধভাবে সরকারি চাল পাচারের অভিযোগে ১৫ মেট্রিক টন চালসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় ট্রাকের চালক ও সহকারীকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে মিরপুর উপজেলার পোড়াদহ নতুন বাজার এলাকা থেকে ট্রাকটি জব্দ করা হয়।
মিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মোঃ মেশকাতুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
সরকারী চোরাই চাল কেনা বেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে দুপুরে পুলিশের সহায়তায় পোড়াদহ নতুন বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাক তল্লাশী করে সরকারী সিলসহ ৩শ’ বস্তা চাল পাওয়া যায়।
তিনি আরো বলেন, প্রতি বস্তায় ৫০ কেজি চাল রয়েছে। তা হিসেব করলে ১৫ মেট্রিক টন চালের দাম প্রায় ৮ লাখ টাকা। এ সময় ট্রাক চালক ও সহকারীকে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়, এই সরকারী চাল ময়মনসিংহ থেকে লোড হয়ে কুষ্টিয়ায় আসছে। ঈশ্বরদীর এক ব্যবসায়ীর মাধ্যমে। তবে এ চাল কুষ্টিয়ায় কার কাছে আসছে তা জানা সম্ভব হয়নি। ঈশ্বরদীর ওই ব্যবসায়ীকে খবর দেওয়া হয়েছে। তিনি আসলে আসল ঘটনা জানা যাবে। এরপরেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মমিনুল ইসলাম বলেন,চাল বোঝাই ট্রাকটি এসিল্যান্ড সাহেব থানায় রেখে গেছেন। ট্রাকের চালক ও হেলপার থানা হেফাজতে আছেন। পরবর্তী ব্যবস্থা তিনিই(এসিল্যান্ড) নিবেন।