বিরলে অবৈধ ভাবে ভারতে পালানোর সময় ২ জন আটক


‎মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি:-


‎বিরলে অবৈধভাবে ভারতে পালানোর সময় সীমান্ত থেকে ২জন বাংলাদেশী নাগরিক’কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত ২জনের মধ্যে ১জন পুরুষ ও ১জন নারী।

‎বুধবার (৩০ জুলাই) মধ্যরাত ৩টা ৩০ মিনিটের দিকে ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন উপজেলার ০৬নং ভান্ডারা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের সংকোবানী এলাকায় সীমান্ত পিলার ৩৩০/৩ এর নিকটবর্তী আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে ভারতে পারাপারের সময় কিশোরীগঞ্জ বিওপি’র টহলদল তাদের ০২ জনকে আটক করতে সক্ষম হয়।

‎আটককৃতরা হলেন বিরল উপজেলার ০৩নং ধামইর ইউনিয়নের বাদরুনিয়া গ্রামের উপনাথ চন্দ্র দেবশর্মা’র ছেলে মানিক চন্দ্র (২২) ও ০৬নং ভান্ডারা ইউনিয়নের রামচন্দ্রপুর (খটুপাড়া) গ্রামের শুনিল’র কন্যা গোলাপি (২০)।

Leave a Reply