মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি:-
বিরলে অবৈধভাবে ভারতে পালানোর সময় সীমান্ত থেকে ২জন বাংলাদেশী নাগরিক'কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত ২জনের মধ্যে ১জন পুরুষ ও ১জন নারী।
বুধবার (৩০ জুলাই) মধ্যরাত ৩টা ৩০ মিনিটের দিকে ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন উপজেলার ০৬নং ভান্ডারা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের সংকোবানী এলাকায় সীমান্ত পিলার ৩৩০/৩ এর নিকটবর্তী আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে ভারতে পারাপারের সময় কিশোরীগঞ্জ বিওপি’র টহলদল তাদের ০২ জনকে আটক করতে সক্ষম হয়।
আটককৃতরা হলেন বিরল উপজেলার ০৩নং ধামইর ইউনিয়নের বাদরুনিয়া গ্রামের উপনাথ চন্দ্র দেবশর্মা'র ছেলে মানিক চন্দ্র (২২) ও ০৬নং ভান্ডারা ইউনিয়নের রামচন্দ্রপুর (খটুপাড়া) গ্রামের শুনিল'র কন্যা গোলাপি (২০)।
বাড়ি নং-৬৬, সোনারগাঁ জনপথ রোড, সেক্টর -১১, উত্তরা ঢাকা-১২৩০
মোবাইল নং: ০১৯৮৫২৩১১১২
Copyright © 2025 টপ নিউজ প্রতিদিন | বাংলা নিউজ পেপার. All rights reserved.