হসপাতালে  গিয়ে দেখে এসো একদিন বেঁচে থাকার জন্য মানুষ কতটা  লড়াই করে

মোঃ কামাল হোসেন 

প্রেমে বিচ্ছেদ হওয়ার কারণে যদি তোমার মরে যেতে ইচ্ছে করে,, তবে বাড়ির আশেপাশে থাকা কোন হসপাতালে  গিয়ে দেখে এসো একদিন বেঁচে থাকার জন্য মানুষ কতটা  লড়াই করে,,, সামান্য অভাবে যদি তুমি দিশেহারা হয়ে পড়ো,,, তবে রাতের আঁধারে রাস্তায় ঘুমিয়ে থাকা দুপাশের মানুষগুলোকে একবার দেখে এসো,,, যাদের পেটে নেই ভাত মাথার উপরে নেই ছাদ,, যদি তুমি কালো হওয়ার কারণে নিজের মুখ লুকিয়ে বেড়াও অন্যের কাছ থেকে,,, তবে এসিডে ঝলসে যাওয়া মানুষ গুলোর দিকে তাকাও,, যারা নিজেদের সেই জলসানো চেহারা নিয়ে সমাজে ও ঘুরে বেড়াচ্ছে অবলীলায়,, ছেলে না হয়ে মেয়ে হলে ভালো হতো কি বা মেয়ে না হয়ে ছেলে হলে ভালো হতো যদি মনে হয়,, তবে আমাদের সমাজের তৃতীয় লিঙ্গের,, (প্রচলিত ভাষা হিজড়া) মানুষের দিকে তাকাও যদি নিজেদের পরিবার থেকে বিতাড়িত হয়েও নিজের জীবন চালিয়ে যাচ্ছে সমাজের সাথে তাল মিলিয়ে,,, যদি নারী বলতে টাকার লোভী ছলনাময়ী,, ধোকাবাজ মনে হয়,, কিছু কিছু মেয়েরা এমন ও  হয়,,, তবে নিজের মায়ের দিকে তাকাও,,,সে তোমার বাবার অভাবের সংসার না  থেকে টাকাওয়ালা কাউকে খুঁজে নেয়নি,,, যদি পুরুষ বলতে দেহ লোভী মেয়েবাজ মনে হয়,, তবে নিজের বাবার দিকে একবার তাকিও যার ছোঁয়ায় নেই কোন লালসা আসে শুধু মায়া,,, মমতার স্নেহ,, যে তার মেয়ের সবচেয়ে নিরাপদ  আশ্রয়স্হল,,,নিজের মধ্যে যদি কখনো অহংকার এসে পড়ে,,, তবে কোন কবরস্থানে ঘুরে এসো,, যেখানে তোমার চেয়ে বড় বড় জ্ঞানী,, সুন্দরী,, সফল ব্যক্তিরা,, মাটির নিচে শুয়ে আছে।।

Leave a Reply