সুন্দরবন রক্ষার্থে শিক্ষন ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত

রাকিবুল হাসান সাতক্ষীরা শ্যামনগর প্রতিনিধিঃ


সুন্দরবন রক্ষার্থে শিক্ষন ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ৷ ১৫ ডিসেম্বর ২০২৪ তারিখ সকাল ১১টার সময় রুপান্তরের আয়োজনে German cooperation & Helvetas Germany অর্থায়নে মুন্সিগঞ্জ লির্ডাসের হেড অফিস মিলনায়তনে অনুষ্ঠিত হয় ৷

এ সময় উপস্থিত ছিলেন, নওয়াবেকী মহাবিদ্যালয়ের প্রভাষক আব্দুল ওহাব, ইশ্বরীপুর এ সোহাবান মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক অসীম রঞ্জন সাহা, হেঞ্চি বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুল আলম,

রুপান্তরের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর গোলাম কিবরিয়া মাসুম, মনিটরিং অফিসার দীপ সাহা, সুন্দরবন প্রেসক্লাবের সহ-সভাপতি পীযুষ বাউলিয়া পিন্টু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, রূপান্তর কর্মী আব্দুল হান্নান, ইয়ুথ ডিমের আহবায়ক আশিকুর রহমান সহ সাংবাদিকবৃন্দ ৷

রুপান্তরের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর গোলাম কিবরিয়া মাসুম বলেন, Reducing pollution and improving the ecology of the Sundarbans mangrove forests and their zones of influence in Bangladesh (বাংলাদেশে সুন্দরবন ম্যানগ্রোভ বন ও তার সংলগ্ন অঞ্চলসমূহের দূষণ কমানো, সুন্দরবনের দূষণ এবং এর সাথে সম্পর্কিত পরিণতি সম্পর্কে সুন্দরবন সংলগ্ন এলাকার জনগণকে সচেতন করা। কর্ম এলাকায় একটি করে যুব নেটওয়ার্ক গঠন করা, যাদের উদ্যোগে সুন্দরবন সংলগ্ন এলাকার জনগণ প্লাস্টিক ও পলিথিনের মাধ্যমে সুন্দরবন দূষণের ভয়াবহতা সম্পর্কে অবগত করা এবং এই দূষণ প্রতিরোধে দক্ষতা ও জ্ঞান অর্জন করে নিজ নিজ স্থান থেকে কার্যকর ভূমিকা পালন করার বিষয় উল্লেখ করেন ৷ সুন্দরবনে প্লাস্টিকের কারনে যে ক্ষতি হচ্ছে সেগুলো তুলে ধরা হয় সভায় ৷

অনুষ্ঠানটি পরিচালনা করেন, উপজেলা সেচ্ছাসেবী সংগঠন ইয়ুথের লিডার মুনতাকিমুল ইসলাম (রুহানি)৷

Leave a Reply