মোহাম্মদ আরমান চৌধুরী ইউ এ ই প্রতিনিধি
অবৈধ অভিবাসীদের বিমান ভাড়া নিয়ে সুখবর দিয়েছে আমিরাত। দেশে ফিরতে চাওয়া অবৈধ অভিবাসীদের জন্য বিমান ভাড়া কমানোর ঘোষণা করেছে আমিরাতে।
অবৈধ অভিবাসীদের বৈধ হওয়া ও জরিমানা ছাড়াই দেশে ফেরার সুযোগ দিতে চলেছে আমিরাত। আগামী ১ সেপ্টেম্বর থেকে দুই মাসব্যাপী সাধারণ ক্ষমার ঘোষণা দিয়েছে দেশটি। এ সময়ে দেশে ফিরতে চাওয়া অবৈধ অভিবাসীদের বিমান ভাড়াতেও ছাড় দিবে আমিরাতে।
আরব আমিরাতে জানিয়েছে, যেসব অবৈধ অভিবাসী দেশে ফিরতে চান তাদের বিমান ভাড়ায় ছাড় দেওয়া হবে। সাধারণের চেয়ে কম দামে বিমানের টিকিট পাবেন তারা।
আমিরাতের রেসিডেন্সি অ্যান্ড ফরেন অ্যাফেয়ার্সের উপ-মহাপরিচালক মেজর জেনারেল ওবাইদ মুহুাইর বিন সুরোর জানান, আমিরাতের বিমান সংস্থা গুলোর সঙ্গে তারা যোগাযোগ করেছেন। যেসব অবৈধ অভিবাসী অর্থাভাবে দেশে ফিরতে পারছেন না তাদের সংস্থাগুলো সহায়তা করবে।
আমিরাতের আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড সিকিউরিটি কর্তৃপক্ষ (আইসিপি) সাধারণ ক্ষমা কারা কারা পাবেন তার বিস্তারিত তথ্য জানিয়েছে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, মেয়াদ শেষ হওয়া রেসিডেন্সি ভিসা থেকে শুরু করে পর্যটনসহ সব ভিসা এই সাধারণ ক্ষমতার আওতায় থাকবে। অর্থাৎ সব অভিবাসী এই সুযোগ পাবেন।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, আমিরাতে অবৈধভাবে বসবাস করা অভিবাসীরা বৈধ বা নিজ দেশে ফিরতে চাইলে এটি তাদের জন্য বড় সুযোগ। দেশে ফেরার পর পুনরায় বৈধ ভিসায় তারা আবার ফিরতে পারবেন। অবৈধ অভিবাসীরা বৈধ হতে চাইলে তাদের ওভার-স্টের (সময়সীমার চেয়ে বেশি সময় অবস্থান)
রেসিডেন্সি ভিসা লঙ্ঘনকারীরা ভিসার মেয়াদ শেষ হলেও গ্রেস পিরিয়ডে ক্ষমা পাবেন। তারা এ সময় জরিমানা ছাড়াই ভিসা নবায়ন অথবা নিজ দেশে ফিরে যেতে পারবেন।
বিভিন্ন মেয়াদে আমিরাতের রেসিডেন্সি ভিসা রয়েছে। দেশটিতে একটি স্পন্সর ভিসা এক দুই বা তিন বছর মেয়াদি হতে পারে। অন্যদিকে স্ব-স্পন্সর ভিসা পাঁচ থেকে ১০ বছর মেয়াদি হতে পারে।
আমিরাতের নিয়মানুসারে, ভিসার নির্ধারিত সময়ের মধ্যে আমিরাত না ছাড়লে বা ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে ভিসা নবায়নের জন্য জরিমানা দিতে হয়।
দেশটিতে জরিমানার বিষয়ে ২০২৩ সালে বেশ কয়েকটি পরিবর্তন আনা হয়। অধিবাসী, পর্যটক এবং ভ্রমণ ভিসাধারী কোনো ব্যক্তি ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে দেশটির আইনানুসারে প্রতিদিনের জন্য ৫০ দিরহাম জরিমানা করা হয়।