এম আবু হেনা সাগর,ঈদগাঁও
কক্সবাজারে ঈদগাঁওতে সা’দ পন্থীদের নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছেন বৃহত্তর ঈদগাঁও উলামা পরিষদ ও তাওহীদি জনতা। বিক্ষোভ সমাবেশে উত্তাল হয়ে উঠে এ জনপদ।
২২শে ডিসেম্বর (রবিবার) বাদে আসর ঈদগাঁও বাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বাজার ও স্টেশনের প্রদক্ষিন শেষে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এতে হাফেজ আমীনুর রশিদের পরিচালনায় বক্তব্য রাখেন, মাওলানা হাফেজ জহিরুল ইসলাম, হাফেজ কামাল উদ্দিন,হাফেজ রমজান আলী, মাওলানা নজিরুল ইসলাম,হাফেজ মুবিনুল হক জমিরী, খেলাফত মসলিজের কেন্দ্রীয় নেতা শাইখুল ইসলাম, শামশুল হক আজিজি,মাওলানা ইমাম জাফর আলমসহ অনেকে।
এ বিক্ষোভ সমাবেশে বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা মিছিল সহকারে অংশ নেন।
জানা যায়, টঙ্গী ইজতেমা ময়দানে গভীর রাতেই উগ্র সন্ত্রাসী সা’দ পন্থীদের সাধারণ মুসলমানের উপর ঘুমন্ত অবস্থায় পরিকল্পিত হামলায় অনেক শহীদ ও অসংখ্য তাবলীগ সাথী আহত,নিঁখোজ এর প্রতিবাদ ও হামলাকারীদের দ্রুত গ্রেফতার,শাস্তি ও ফাঁসির দাবীও জানান।
পরে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনুস মহোদয়ের নিকট ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা, দায়িত্বপ্রাপ্ত মেজর ও ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে লিখিত স্মারকলিপি প্রেরণের কথা জানালেন হাফেজ আমীনুর রশিদ।