মোঃ আলাউদ্দিন লিংকন স্টাফ রিপোর্টার
ফেনী জেলার দাগনভূঞায় কর্মরত সাংবাদিকদের সাথে উপজেলা জামায়াতে ইসলামীর চা চক্র ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার বাদ মাগরিব পাকিস্থান বাজার দলীয় অস্থায়ী কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়েছে।
উপজেলা জামায়াতের আমির গাজী সালাহ উদ্দিন এর সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর জামায়াত ইসলামীর সেক্রেটারী ও ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড, ফখরুউদ্দিন মানিক।
আরো উপস্থিত ছিলেন ফেনী জেলা জামায়াতে ইসলামীর মজলিশ শূরা সদস্য, এ এস এম নুর নবী দুলাল , ফেনীর সময় সম্পাদক মো শাহাদাত হোসেন, জামায়াত ইসলামীর পৌর আমির মাওলানা কামরুল আহসান, উপজেলা জামায়াতের সেক্রেটারী কামাল উদ্দিন পাটোয়ারী, পৌর সেক্রেটারী আবু ছায়েদ কামরুজ্জামান, সাবেক পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র নজির আহম্মদ, ও পৌর জামায়াতের প্রচার সম্পাদক মাওঃ লিয়াকত আলী, এবং দাগনভূঞা প্রেসক্লাব, দাগনভূঞা রিপোর্টার্স ইউনিটি, সাংবাদিক কল্যান ট্রাস্ট, দাগনভূঞা উপজেলার কর্মরত সকল সাংবাদিকবৃন্দ।