সন্ত্রাসী হামলায় গোসিঙ্গা বাজার ব্যবসায়ী রুকুনুজ্জামান গুরুতর আহত; ঢামেক হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে


গোলাম সারোয়ার :

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের খিলপাড়া গ্রামের সামসুল হক সরকারের ছেলে মোঃ রুকুনুজ্জান সরকার (৪৫) কে জমিজমা নিয়ে বিরোধের জের হিসাবে বাড়িতে ঢুকে এলোপাথাড়ি ভাবে কুপিয়ে শরীরের বিভিন্ন জায়গায় মারাত্মক ভাবে জখম করে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেস থেকে তাকে ময়মনসিংহ মেডিক্যালে পাঠায়। অবস্থার খারাপ দেখে ময়মনসিংহ মেডিকেল থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রুকুনুজ্জামান সরকার বর্তমানে ঢাকা মেডিকেল কলেজের মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।


মামলার বাদী আক্তারুজ্জামান দৈনিক আমার প্রানের বাংলাদেশ পত্রিকার সাথে আলাপ কালে তিনি বলেন,
জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন যাবত তাদের সাথে বিরোধ ছিলো। এলাকার বখাটে, মাদকসেবী শামীম ও আমিনুলদের পরিবার বিভিন্ন সময় বিভিন্ন কৌশলে আমাদের পরিবারের উপর অহেতুক নির্যাতন চালাতো। গত কিছুদিন পূর্বে আমাদের পরিবারের এক সদস্যের উপর নির্যাতন চালিয়ে ছিলো এ সন্ত্রাসী বাহিনীর লোকজন।

আমিনুল,শাহীন,রায়হান এরা এলাকায় সন্ত্রাস,মাদক ব্যবসায়ী ও মাদকসেবী হিসাবে পরিচিত। তারা এলাকায় ত্রাসের রাজ্য কায়েম করে রেখেছে বিগত সরকারের আমলে। শেখ হাসিনার দেশ ছাড়লো কিন্তু তার অনুসারীরা এখনো চাঁদাবাজি, খুনসহ নানা অপরাধ। আওয়ামী ঘরানায় লালিত শামীম, আমিনুলদের পরিবার। বিগত সরকারের আমলে এমন কোন অপরাধ মূলক কাজ নাই যে তারা করেনি। হাসিনা পতনের পর কয়েকদিন পালিয়ে ছিলো। এখন আবার হঠাৎই এসে আমাদের পরিবারের আমার ছোট ভাইকে চাপাতি দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত ভেবে চলে যায়।


বাদীর দেয়া অভিযোগে উল্লেখ করেন, ১০/০৯/২৪ ইং তারিখ দুপুর ১.০০ ঘটিকায় বিবাদী ১. আমিনুল,শাহীন,রায়হান,আফছার,জামাল,আফছার এবং তাদের পরিবারের মহিলাসহ পুরা ফিল্মী কায়দায় আমাদের বাড়িতে ঢুকে আমার ছোট ভাই মোঃ রুকুনুজ্জামান সরকারকে(৪৫) কে বাড়ির উঠানে পেয়ে তাকে এলোপাতাড়ি ভাবে চাপাতি দিয়ে কোপাতে থাকে। তার চিৎকার বাড়ির মহিলার এগিয়ে আসলে তাদের উপরও চলে বিভিন্ন নির্যাতন। ধাঁরালো চাপাতির আঘাতে রুকুনুজ্জামান মাটিতে লুটিয়ে পড়ে মৃত্যু নিশ্চিত ভেবে চলে যায়।

জামানের স্ত্রীর চিৎকারে আশপাশের লোকজন আসতে থাকলে তারা আমার বাড়িতে দাঁড়িয়ে এই বলে হুমকি দিয়ে যায় একটাকে শেষ করলাম তোদের সবাইকে এভাবেই শেষ করবো এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং দৌড়ে পালিয়ে যায়।
পরে গুরুতর আহত মোঃ রুকুনুজ্জামানকে স্বজনরা প্রথমে তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখান থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল নেয়া হয়।

ময়মনসিংহ মেডিকেল থেকে আরো উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজের ভর্তি আছে। রুকুনুজ্জামানের অবস্থা আশংকাজনক। মামলার বাদী বড় ভাই আক্তারুজ্জামান সরকার জানান, রুকুনুজ্জামান সরকার গোসিঙ্গা বাজারে দীর্ঘদিন যাবৎ ইলেক্টিক মেকানিক হিসাবে কাজ করে। বর্তমানে আমার পরিবারের লোকজন চরম নিরাপত্তাহীনতায় আছি।

Leave a Reply