শ্রীপুরে আবার শুরু হলো চাঁদাবাজি

স্টাফ রিপোর্টার শ্রীপুর গাজীপুর ঃ

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার, শ্রীপুর পৌর এলাকার ১ নং সিএনবি বাজার এ চাঁদাবাজি শুরু হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রতিদিন ওই এলাকার কিছু কুচক্রী মহল ভাসমান দোকান থেকে চাঁদা নেওয়ার অভিযোগ উঠেছে ।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর যেখানে মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে, মানুষ একটু সুখের ছায়া পেয়েছে, দু’মুঠো ডাল, ভাত খেয়ে জীবন যাপন করতে পেরে মানুষের মুখে হাসি ফুটেছে, ঠিক দেশের এই ক্লান্তি লগ্নে ভাসমান দোকানদারেরা স্বস্তিতে ফিরে মুখে যেন হাসির ছোঁয়া পেয়েছে, ১ নং সিএনবি বাজারে এখন আবার চাঁদাবাজি শুরু করেছে ওই এলাকার কিছু দুষ্কৃতিকারী, কুচক্রী মহল ।


প্রত্যেক দোকান থেকে চাঁদা আদায় করছেন বলে জানিয়েছেন ওই এলাকার অসহায় ভাসমান দোকানদারেরা । আরো জানা যায় বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের পরপরই এ চাঁদা আদায় করছেন , নুরুল আমিন, রুহুল আমিন, রুবেল শেখ, আফতাব উদ্দিন সর্ব পিতা মৃত এমদাত হোসেন ।
নাজমুল শেখ পিতা জিয়াউদ্দিন শেখ । সর্বসাং ১ নং সিএনবি বাজার +আসপাড়া মোড়) শ্রীপুর গাজীপুর ।

এ বিষয়ে সহকারি পুলিশ সুপার, কালিয়াকৈর সার্কেল গাজীপুর ও শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন,গিলার চালা গ্রামের আজিজুল হক এর ছেলে আজমল হোসেন শাকিল, শাকিল এর কাছে জিজ্ঞেস করলে, তিনি বলেন আমার আপন মামা আক্তার হোসেন পিতা সিরাজুল হক, তিনি শ্রীপুর পৌরসভা কার্যালয় থেকে স্মারক নং শ্রী পৌস/ প্রশাঃ/ ইজা/ নথি ০৯/২০২৪/১৮৫মূলে ইং ০৮/০৪/২০২৪ তারিখে ১ নং সিএনবি বাজার এ প্রাপ্ত হইয়া আমার (শাকিল) মাধ্যমে শান্তিপূর্ণভাবে পরিচালনা করিয়া আসতেছি, কিন্তু ১৩/৮/২৪ তারিখ অনুমান সন্ধ্যা ৭ টার সময় আমাদের নিয়োজিত শ্রমিক শফিকুল ইসলাম প্রতিদিনের ন্যায় ইজারার টাকা উঠাইতে গেলে, দুষ্কৃতিকারীরা দেখতে পাইয়া দেশীয় অস্ত্রের সজ্জিত হইয়া এলো পাথারীভাবে শফিকুল কে মারতে থাকে, এবং দুষ্কৃতীরা বলে তোর মালিকের কাছ থেকে নগদ পঞ্চাশ হাজার টাকা এনে দে, তাহলে তোকে ছেড়ে দিব।

পরে শফিকুল রাজি না হওয়ায় শফিকুল কে আঘাত করে এতে শফিকুলের শরীরের বিভিন্ন স্থানে যখন হয়, এ সময় শফিকুলের আত্মচিৎকারে আশপাশের লোক আগাইয়া আসলে, দুষ্কৃতীরা পালিয়ে যায়, এবং দুষ্কৃতীরা বলে যায়, তাহাদের দাবি অনুযায়ী চাঁদা না দিলে ভবিষ্যতে এ ইজারার টাকা উঠাইতে দিবে না ও খুন জখমের হুমকি দিয়া পালিয়ে যায়, এমতাবস্থায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন, তাজমহল হোসেন শাকিল, ইজারাদার আক্তার হোসেন।

Leave a Reply