আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি জেলাধীন রাজাপুর উপজেলার পুটিয়াখালী, আদাখোলা, আরুয়া ও আংগারীয়া গ্রামের তরুন শিক্ষার্থীদের উদ্যোগে ৫ ডিসেম্বর- ২০২৪ ইং বৃহস্পতিবার সন্ধ্যায় আদাখোলা নোভা ক্লিনিক সংলগ্ন মাঠে এক সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান সংগীতশিল্পী হিসেবে উপস্থিত থেকে সংগীত পরিবেশন করেন বাংলাদেশ টেলিভিশন ও বেতারের নিয়মিত কণ্ঠশিল্পী বাউল ছালমা। এছাড়াও সংগীত ও নৃত্য পরিবেশন করেন পিরোজপুরের ভান্ডারীয়া উপজেলার সেবা বিনোদন শিল্পীগোষ্ঠী শিল্পী ও কলাকৌশলীরা।
সফিক আংগারিয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আয়োজক হিসেবে ছিলেন শিক্ষার্থী আরাফাত মোল্লা, সুমন মোল্লা, রিফাত (আদাখোলা), মুসা মোল্লা, নাইম (আরুয়া), জাহিদ মিরা, সবুর হাওলাদার, মিলন, হাসান আহম্মেদ, জিলন, এমদাদুল, রাব্বি, রিমন ও সাগর মোল্লাসহ অনেকে।