রাজাপুরে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা পরিহার করে আন্তঃধর্মীয় সম্প্রীতি বাজায় রাখার আহ্বানে মানববন্ধন

আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় ১৭ ডিসেস্বর ২০২৪ (খ্রি.) রোজ মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় উপজেলা প্রেসক্লাব চত্বরে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও এমআইপিএস প্রকেল্পের সহযোগিতায় এবং পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এবং ইযৃথ পিস এ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি) কর্তৃক আয়োজিত রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা পরিহার করে আন্ত:ধর্মীয় সম্প্রীতি বাজায় রাখার আহ্বানে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় দেখা যাচ্ছে যে, ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে বিভাজন তৈরির চক্রান্ত চলছে। এ ধরনের ষড়যন্ত্র আমাদের সামাজিক বন্ধন, ধর্মীয় সম্প্রীতি, স্থিতিশীলতা এবং উন্নয়ন প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করতে পারে। বিশেষত, সাম্প্রতিক সময়ে কিছু ধর্মীয় সংগঠনের কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে, যা আমাদের সহাবস্থানের পরিবেশকে নষ্ট করার সম্ভাবনা তৈরি করছে।

এই পরিস্থিতিতে, আমাদের সকলকে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে এবং একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বানে
সংঘাত নয়-ঐক্যের বাংলাদেশ গড়ি, সহিংসতা বন্ধ করি, সম্প্রীতির বাংলাদেশ গড়ি, সম্প্রীতির পথে, এগিয়ে চলি একসাথে, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখি, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি, গণতান্ত্রিক চেতনা লালন করি, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি উপরোক্ত শ্লোগানের আলোকে মানববন্ধন কর্মসূচি উদযাপন করা হয়।

পিএফজির উপজেলা কোর্ডিনেটর ও স্থানীয় স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সাইডোর নির্বাহী পরিচালক সৈয়দ হোসাইন আহমেদ কামাল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন রাজাপুর উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি’র সভাপতি এ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ, জাতীয়তাবাদী দল বিএনপি’র সহ-সভাপতি আলহাজ মো: জাকির হোসেন মিনু, রাজাপুর উপজেলার জামায়েত ইসলামী বাংলাদেশ এর আমীর মাওলানা কবির হোসেন, রাজাপুর পিএফজি এ্যাম্বাসেডর জাতীয় পার্টির সভাপতি কামরুল ইসলাম দুলাল, ইসলামী আন্দোলন রাজাপুর শাখার সাধারণ সম্পাদক আল আমিন রুম্মান গাজী, পেসক্লাব এর সাবেক সভাপতি মো: মনিরুজ্জামান খান, যুবদলের যুগ্ম আহবায়ক সাংবাদিক আবু সায়েম আকন, আব্দুল মালেক কলেজ এর সহকারী অধ্যক্ষ মো: জহির উদ্দিন বাবর, পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোপাল কর্মকার, রাজাপুর পুরোহিত কমিটির সভাপতি কঞ্জন কান্তি চক্রবর্তী, পিএফজি সদস্য ও মাস্টার বাড়ী জামে মাসজিদের ইমাম মওলানা আবু হানিফ।

এছাড়াও রাজনৈতিক, ধর্মীয়, সামাজিক ব্যক্তিবর্গ ও স্থানীয় কলেজের শিক্ষার্থীরাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন। উক্ত মানববন্ধনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এমআইপিএস প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মো: রেজবিউল কবির।

Leave a Reply