মধুপুুরে সিটি ইট ভাটায় ৫০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত 

বাবুল রানা মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

মধুপুর উপজেলাধীন কুড়ালিয়া ইউনিয়নের মেসার্স সিটি এন্টারপ্রাইজে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার (৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার কুড়ালিয়া গ্রামের সিটি ইট ভাটায় অভিযান চালিয়ে ইট তৈরিতে জ্বালানি হিসাবে কয়লার পরিবর্তে কাঠ ব্যবহারের অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুসারে ১টি  মামলায় মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

একি সাথে মাটি খেকোদের বিরুদ্ধেও উপজেলার জটাবাড়ী, আলোকদিয়া ও লাউফুলা মৌজায় অবৈধ মাটি কাটা বন্ধে অভিযান পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া।

সহযোগিতায় ছিলেন এসআই সেলিমের নেতৃত্বে মধুপুর থানা পুলিশের একটি বিশেষ দল। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া জানান, মাটি কাটা বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply