বাবুল রানা মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি :
আজ ২৫ ডিসেম্বর খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। যীশু খ্রিষ্টের জন্ম তীথিকে উপলক্ষ করে খ্রিষ্টান ধর্মের অনুসারীরা এ দিনটিকে ব্যাপক উৎসাহ নিয়ে পালন করে থাকে।
এরই ধারাবাহিকতায় টাঙ্গাইলের মধুপুর উপজেলায় বসবাসরত খ্রিষ্টান ধর্মের অনুসারীরা অন্যান্য বছরের ন্যায় এবারো যীশুর জন্ম তিথিতে নানা আরাধনা,আচার অনুষ্ঠান, প্রার্থনা ও কেক কাটার মধ্য দিয়ে শুভ বড়দিনের কার্যক্রমের সূচনা করেন।
২৪ ডিসেম্বর রাত ১০ টায় মধুপুর উপজেলার অরনখোলা ইউনিয়নের জলছত্র পঁচিশমাইল ক্যাথলিক খ্রিষ্টানদের কেন্দ্রীয় মিশনারীতে খ্রিষ্টান ধর্মের ভক্ত অনুসারীদের অংশ গ্রহণের মাধ্যমে যীশু খ্রিষ্টের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।
জলছত্র মিশনারী ধর্ম পল্লীর পাল পুরহিত ফাদার সুবাস কস্তা সিএসসি ও মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরানুল কবির সহ আরও অন্যান্য ভক্তরা মিলে যীশু খ্রিষ্টের জন্মদিনের এ কেক কাটেন।
এ সময় এ ধর্মপল্লীর আওতাধীন সকল খ্রিষ্টান ধর্মের অনুসারীদের আগমনে মিশনারীর আঙ্গিনা কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।
জলছত্র মিশনারী ধর্মপল্লীর পাল পুরহিত ফাদার সুবাস কস্তা সিএসসি জানান, আজ আমরা দেশ ও জাতির কল্যানে এবং আমরা যাতে সুন্দর ভাবে এ দেশটাকে গড়ে তুলতে পাড়ি তার জন্য বিশেষ প্রর্থনা করা হয়েছে। সুন্দর পরিবেশ তৈরি করার জন্য তিনি প্রশাসন ও সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।