ইয়ামিন হোসেন পাটোয়ারী : ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। বাঙালি জাতির জীবনের একটি স্মরণিয় দিন। এই দিবসটি উপলক্ষে কালিয়াকৈর উপজেলা শ্রমিক লীগের সহ-কোষাধক্ষ্য জনাব মোহাম্মদ শাকিল খান কালিয়াকৈরবাসীকে মহান বিজয়ের শুভেচ্ছা জানিয়েছেন।
বিজয় দিবস উপলক্ষে শাকিল খান স্বাধীনতা যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার শান্তি কামনার পাশাপাশি দেশের উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নেওয়া ও মৌলবাদি শক্তির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ অবস্থানের আহ্বান জানিয়েছেন তিনি।
তিনি তার শুভেচ্ছা বার্তায় বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময় ও ২ লক্ষ মা-বোনের ইজ্জত হারা আত্মত্যাগীদের প্রতি আমার গভীর বিনম্র অতল শ্রদ্ধা। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি ১৯৭৫ সালে ঘাতকের গুলিতে নিহত স্বাধীন বাংলার স্থপতি, বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকল শহীদদের। ‘মনে ঝলসে ওঠে একাত্তরের কথা, পাখির ডানায় লিখেছিলাম ‘প্রিয় স্বাধীনতা’ বাঙ্গালী জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন আজ।
আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। আমার প্রাণের প্রিয় সংগঠন- জাতীয় শ্রমিকলীগ কালিয়াকৈর উপজেলা শাখার এবং কালিয়াকৈর উপজেলা শ্রমিকলীগের সংগ্রামী(সাধারণ সম্পাদক) হাজী মোহাম্মদ হারিজ খান ভাইয়ের পক্ষ থেকে গাজীপুর ১ আসনের সর্বস্তরের মেহনতি শ্রমিক ভাই-বোনদের জানাই মহান বিজয় দিবসের রক্তিম শুভেচ্ছা।