পাটগ্রাম (লালমনিরহাট)প্রতিনিধি
লালমনিরহাটের পাটগ্রামে মিথ্যা অভিযোগ দিয়ে সংবাদ প্রকাশের মাধ্যমে হয়রানি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার বুড়িমারী ইউনিয়নের যুবদলের সভাপতি রাশেদ আহম্মেদ।
সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে বুড়িমারী ইউনিয়নের বাঁশকল এলাকায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন তিনি।
সংবাদ সম্মেলনে যুবদল নেতা রাশেদ বলেন, তার বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজির মিথ্যা অভিযোগ তুলে গত ১৫ ডিসেম্বর অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশ করা হয়। ওই দিন বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখে শহীদ জিয়ার প্রকৃত সৈনিকরা তাহাকে জানায়। তার দুই ঘন্টা পূর্বে একজন সংবাদকর্মী পরিচয়ে মুঠোফোনে তার কাছে জানতে চান তিনি জমি দখল ও ৬০ হাজার টাকা চাঁদা নিয়েছেন কি না ।
এর পরিপ্রেক্ষিতে তিনি বলেন, এ বিষয়ে তিনি (রাশেদ ) কিছুই জানেন না। বিএনপি’র ইউনিয়ন লিডারের কাছে জেনে নিতে বলেন। এরপর বিষয়টি তিনি ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক, এ এস এম নিয়াজ নাহিদ ও উপজেলা বিএনপি দুই -এক জনকে অবগত করেন।
বুড়িমারী ইউনিয়ন যুবদলের সভাপতি রাশেদ বলেন, জমি সংক্রান্ত দুটি অভিযোগে যাদেরকে বাদী সাজানো হয়েছে তারা তাকে বলেছেন, তার বিরুদ্ধে তারা কোন অভিযোগ দেয়নি। এসব অভিযোগ দিয়ে তাকে হয়রানি করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে।
রাশেদ বলেন, তার বিরুদ্ধে ৬০ হাজার টাকার চাঁদা নেওয়ার অভিযোগটিও মিথ্যা। যার কাছ থেকে চাঁদা নেওয়ার কথা বলা হয়েছে (ফরিদুল ইসলাম) ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতা। তিনিও এই সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন। তার কাছে এ বিষয়ে জানতে পারবেন। তিনি ওই খবরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এ বিষয়ে ফরিদুল ইসলাম বলেন, তিনি যুবদল নেতা রাশেদের বিরুদ্ধে কোন অভিযোগ করেননি। তার কাছে কোন চাঁদা দাবি করা হয়নি। এটি সম্পূর্ণরূপে ভিত্তিহীন ও মিথ্যা।