নেত্রকোনায় শতাধিক জেলে পরিবারের ভাগ্য উন্নয়নে কাজ করছে নাগড়া দিশারী মৎস্যজীবী সমবায় সমিতি

সৈয়দ সময়,নেত্রকোনা:

দেশের অধিকাংশ মানুষের মাছের চাহিদা মেটাচ্ছে নেত্রকোনার হাওড়,খাল ,বিল ,নদী নালা ও বিভিন্ন দেশীয় মাছের অভয়ারণ্য জলাশয়গুলো । নেত্রকোনার জলকান্দিও তেমনি একটি জলাশয়।

১৯৭২ সাল থেকে নেত্রকোনা পৌর শহরের নাগড়া দিশারী মৎস্যজীবী সমবায় সমিতি লি: ( রেজি : নং – সমবায় ৫৪-০১/১১/৭২ ) শতাধিক জেলে পরিবারের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে। সহযোগিতার হাতও বাড়িয়ে আসছে
আপনকালীন সময়ে এলাকাবাসীর মাঝে ।
সংগঠনটি প্রতিষ্ঠাকালে ১২০ জন সদস্য ছিল।
মৃত্যুজনিত কারণে বর্তমানে এর ৮২ জন সক্রিয় সদস্য রয়েছে। সংগঠনের প্রত্যেক সদস্যই বংশপরম্পরায় মৎস্য চাষী , জলাশয় থেকে মাছ আহরণ করে জীবিকা নির্বাহ করে
আসছে।

সরকারের সকল নিয়মাবলী,বিধিমালা অনুযায়ী মেনে ও ডাকের ১,০৩,৮৬১/- টাকা সরকারি কোষাগারে জমা দিয়ে ( ১৪৩১-১৪৩৩ বঙ্গাব্দ) ৩ বছরের জন্য ডেকে নেয় নাগড়া দিশারী মৎস্যজীবী সমবায় সমিতি লি: । সমিতি ও কালেক্টরের মধ্যে চুক্তি অনুযায়ী লিজ ফরম পূরণ করে
মাছ একত্রে বসবাসের জন্য প্রায় ১০ লক্ষ টাকার কাঠ, বাঁশ,বেতের জাক ফেললে
হরিপুর, মহিষাখালী , গাছগরিয়াসহ এলাকার
কিছু সংখ্যক কুচক্রী মহলের লোকজন বৈধ্য ইজারাদারদের জোড় পূর্বক সরিয়ে অবৈধভাবে তা দখলের চেষ্টা করছে, যা বেআইনি ।

এ বিষয়ে জানতে চাইলে নাগড়া দিশারী মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ এর সভাপতি
জ্যোতিষ বর্মণ বলেন , আমরা প্রকৃত মৎস্যজীবী । মৎস্য আহরণ যেন করতে পারি
দুর্বৃত্তদের কবল থেকে রক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীল সুদৃষ্টি কামনা করছি ।

Leave a Reply