নেত্রকোনায় পারলা জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার বার্ষিক ইসলামী সভা অনুষ্ঠিত

সৈয়দ সময় ,নেত্রকোনা :

জেলা শহরের পারলা জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার উদ্যোগে মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ইসলামী বড় সভা ২০২৪ । মো.আবুল হাসিম মাস্টারের সঞ্চালনায় ও নেত্রকোনা সদর উপজেলা জামে মসজিদ এর ঈমাম ও খতিব মো, নূরুল আমীন খানের সভাপতিত্বে বার্ষিক ইসলামী বড় সভাটি গতকাল ১২ নভেম্বর মঙ্গলবার সকাল ০৯ থেকে শুরু করে মধ্যরাতে শেষ হয় ।

মানুষ ও দেশের কল্যাণে পবিত্র কোরআন এর আলোকে ওয়াজ করেন আল্লামা মাহবুবুল্লাহ কাসেমী, মাওলানা মুফতী মাহমুদুল হাসান গুনবী , মাওলানা মুফতী ওয়ালী উল্লাহ, মাওলানা মুফতী হিলাল উদ্দিন নোমানী, মাওলানা মুফতী শরীফুজ্জামান রাজীবপুরী ,
মাওলানা মুফতী বিল্লাল হোসাইন, মাওলানা মুফতী মাসউদ পাঠান , মাওলানা আতাউর রহমান ফারুকী , মাওলানা আল-আমিন সৈয়দপুরী ও মাওলানা এখলাস উদ্দিন নন্দীপুরীসহ অন্যান্যজন ।

সমাজ উন্নয়ন কর্মী সাংবাদিক সৈয়দ সময় ও
মাদ্রাসার শিক্ষক মাওলানা হাফেজ মুফতী
মাসউদ পাঠান জানান , প্রতি বছরের মতো এবারো বার্ষিক ইসলামী সভা অনুষ্ঠিত হয়েছে। হাজার হাজার মুসল্লী ও এলাকাবাসী
অংশ গ্রহণে শান্তি পূর্ণ পরিবেশে
উপস্থিতিজনেরা অতিথিদের ওয়াজ শ্রবণ করে ঋদ্ধ হন ।

নেত্রকোনা সদর উপজেলা জামে মসজিদের ঈমাম ও খতিব মো, নূরুল আমিন খান মাদ্রাসার বার্ষিক অনুষ্ঠানে সহযোগিতা করার জন্য সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন । মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয় ।

Leave a Reply