সৈয়দ সময় , নেত্রকোনা:
নেত্রকোণায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(৬ ডিসেম্বর) বিকাল ৩ টায় উপজেলা পরিষদ হলরুমে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।
কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে আগামী ২০২৫-২০২৬ সেশনের জন্য সভাপতি হিসেবে নির্বাচিত হয় মাওলানা মোঃ কামাল উদ্দিন ও সেক্রেটারি নির্বাচিত হয় মোঃ জিয়াউর রহমান।
এসময় ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন কেন্দ্রীয় শ্রমিক বিভাগের সহঃসাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর হোসাইন ও সহকারী নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন কেন্দ্রীয় সহঃসাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম।
মাওলানা কামাল উদ্দিনের সভাপতিত্বে সেক্রেটারি মোঃ শফিকুল ইসলাম ও মোঃ জিয়াউর রহমানের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণের কেন্দ্রীয় উপদেষ্টা মোঃ মঞ্জুরুল ইসলাম ভূইয়া।
এসময় তিনি বলেন, ৫ আগস্টের পর পতিত আওয়ামী লীগের নেতা-কর্মীরা দেশে ও বিদেশে বসে ষড়যন্ত্রে লিপ্ত । সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে এদেশের ১৮ কোটি মানুষ আজ ঐক্যবদ্ধ।তারা বাংলাদেশের ৫৬ হাজার বর্গমাইলের ১ ইঞ্চি মাটিও কোন তাবেদারের কাছে লিজ দেওয়ার সুযোগ দিবেনা।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ বিভাগের নেত্রকোনা জেলা শাখার প্রধান উপদেষ্টা অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছ, বিশেষ উপদেষ্টা অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সহ-সভাপতি এহসান হক ভূইয়া (হিরু),সহ-সভাপতি ও ট্রেড ইউনিয়ন সম্পাদক মোঃ শাজাহান কবির, অফিস ও অর্থ সম্পাদক নুরুল আমিন, প্রচার ও প্রযুক্তি সম্পাদক শেখ আল আমিনসহ নেতৃবৃন্দ।