নরসিংদীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর গণসমাবেশ অনুষ্ঠিত

নরসিংদী প্রতিনিধিঃ

জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং বিগত ১৬ বছরে সংগঠিত রাজনৈতিক ও প্রশাসনিক হত্যা, গুম ও মানবাধিকার লংঘনের বিচার। দুর্নীতিবাজ ও বিদেশে অর্থ পাচারকারীদের সকল সম্পত্তি ক্রোক করে রাষ্ট্রীয় কোষাগারে জমা এবং বিদেশে পাচারকৃত টাকা ফেরত আনার উদ্যোগ গ্রহণ।

নির্বাচন কমিশন পুনর্গঠন করে অবাধ, সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (PR) নির্বাচন চালু। ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদে নরসিংদীর মাধবদীতে ৩সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে মাধবদীর এস.পি ইনষ্টিটিউশন স্কুল মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গণসমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা শাখার সভাপতি আলহাজ ক্বারী আবুল কাশেম।

মাধবদী থানা ইসলামী আন্দোলনের সেক্রেটারি মুহাম্মাদ আরিফুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ (শায়খে চরমোনাই)সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, জাতীয় ওলামা-মাশায়েখ আইম্

Leave a Reply