নবাবগঞ্জে জামায়াতের নতুন আমির নির্বাচিত, নির্বাচিত আমির অধ্যাপক মোঃ নজরুল ইসলামের শপথ গ্রহণ

মাহবুব হোসেন মেজর দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

সোমবার ( ২নভেম্বর) বেলা সোয়া ২ টায় বিরামপুর উপজেলার আদর্শ স্কুল অডিটোরিয়ামে জামায়াতের রোকন তথা সদস্যদের সম্মেলনে গত মাসে দেয়া প্রত্যক্ষ ভোটে আগামী দুই বছরের জন্য নব নির্বাচিত আমিরের নাম ঘোষণা ও শপথ পড়ানো হয়।

জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ সাইদুল ইসলাম সৈকতের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ওদিনাজপুর জেলার আমির অধ্যক্ষ মোঃ আনিসুর রহমান।প্রধান মেহমান হিসেবে কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও জেলা সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের অভ্যন্তরীণ নির্বাচন পরিচালক মাওলানা মোঃ আফজালুল আনাম,জেলা কর্মপরিষদ সদস্য মোঃ আলমগীর হোসেন প্রমুখ।

এ সময় দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা আমীর হিসেবে মোঃ হাফিজুল ইসলাম বিএসসি, হাকিমপুর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম।

Leave a Reply