দুদকের আয়োজনে মাধ্যমিক শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত “বাঘরী বালিকা মাধ্যমিক বিদ্যালয় শ্রেষ্ঠ”

আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধিঃ-

ঝালকাঠির রাজাপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় হল রুমে উপজেলার ০৪ টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে রাজাপুর সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, বাঘরী বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও আনোয়ারা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়। বিতর্কের বিষয় ছিলো- “দূর্নীতি দমনে প্রতিকার নয়, প্রতিরোধই শ্রেষ্ঠ পন্থা” ও “অভাব নয়, সীমাহীন লোভই দূর্নীতির প্রধান কারণ” এবং রচনার বিষয় ছিলো- দূর্নীতি দমন প্রতিরোধে রাষ্ট্রের করনীয় এবং নাগরিক সমাজের ভুমিকা শীর্ষক। প্রতিযোগিতায় ৪টি স্কুলের শিক্ষার্থীদের মধ্যে বাঘরী বালিকা মাধ্যমিক বিদ্যালয় ১ম বিজয়ী ও আনোয়ারা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় ২য় বিজয়ী অর্জন করে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি উপজেলা সহকারী কমিশনার (ভুমি) হাসান মোহাম্মদ শোয়াইব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তফা আলম, রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি গোলাম বারী এর অনুপস্থিতিতে কমিটির সহ-সভাপতি ও পূর্ব পুটিয়াখালী দারুচ্ছালাম ফাজিল ( ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মুহাম্মদ মুস্তাকিম বিল্লাহ।

মডারেটর এর দায়িত্ব পালন করেন রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক বাবু নিত্যা নন্দ সাহা। অনুষ্ঠান পরিচালনা ও সঞ্চালনায় ছিলেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ হোসাইন আহমেদ কামাল। বিচারক মন্ডলী হিসেবে উপস্থিত ছিলেন আবদুল মালেক ডিগ্রি কলেজর সহকারী অধ্যাপক জহির উদ্দিন মোঃ বাবর ও সহকারী অধ্যাপক মোঃ জাকির হোসেন, রাজাপুর টেকনিক্যাল এন্ড বিজনেসম্যানেজমেন্ট কলেজের প্রভাষক প্রাণকৃষ্ণ বিশ্বাস। উক্ত বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠানে উপজেলার সকল দুপ্রক সদস্য শিক্ষক ফারুক সিদ্দিকীসহ শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সুধীজন।

Leave a Reply