ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি মৌলভীবাজারের নূরউদ্দিন

মৌলভীবাজার প্রতিনিধিঃ

বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদ্য ঘোষিত কমিটির সহ-সভাপতি হলেন মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সন্তান নূরউদ্দিন। নূরউদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের পপুলেশন সায়েন্সেস বিভাগের আবাসিক ছাত্র।

সে শ্রীমঙ্গল উপজেলার পূর্ব বিরাহীমপুর এলাকার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল গফুর ‘র কনিষ্ঠ পুত্র। মুক্তিযোদ্ধা পিতার সন্তান হিসেবে সে জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করে ছাত্রলীগের মূলমন্ত্রে নিজেকে উৎসর্গ করতে চায়। উল্লেখ্য গত ১৯ ফেব্রুয়ারী কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ইনান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভির হাসান সৈকত কর্তৃক ঘোষিত ঢাবি শাখা ছাত্রলীগের কমিটিতে নূরউদ্দীনকে সহ সভাপতি হিসেবে পদায়ন করা হয়।

সে মৌলভীবাজার জেলা থেকে একমাত্র ব্যক্তি যে ঢাবি ছাত্রলীগের এই কমিটিতে পদায়িত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় নূরউদ্দিন’র এই প্রাপ্তিতে মৌলভীবাজার জেলার স্থানীয় ছাত্রলীগের নেতৃবৃন্দের মধ্যে খুশির জোয়ার বইছে।

Leave a Reply