ঝিনাইদহ প্রেস ইউনিটির দপ্তর সম্পাদকের উপর হামলা

শিপন মিয়া, ঝিনাইদহ:


ঝিনাইদহ প্রেস ইউনিটি ‘র দপ্তর সম্পাদক ও দৈনিক একুশের বাণী এর স্টাফ রিপোর্টার সাংবাদিক সাইফ হোসেন এর উপর হামলা করেছে হরিশংকরপুর ইউনিয়নের বাকড়ী গ্রামের কতিপয় দুর্বৃত্তরা।

হামলায় আহত সাইফ হোসেনের সাথে হাসপাতালে কথা বলে জানা যায় যে, এই গ্রামের বেশ কিছুদিন আগে কিছু সন্ত্রাসী সামাজিক অধিপত্যের জের ধরে কয়েকটি বাড়ি ভাঙচুর করে। আজ সেই ভাঙচুরের মামলার আদালতের নির্দেশ সাপেক্ষে পিবিআই তদন্তে আসলে সেখানে তাদের উপস্থিতি থাকার কারণে পিবিআই স্থান ত্যাগ করলে বিকাল পাঁচটার দিকে যে সন্ত্রাসীরা গ্রামের কৃষকদের বাড়ি ভাঙচুর করেছিল তারা সাইফ হোসেন ও অন্য একজনের উপরে হামলা চালায়। সাইফ হোসেন কে হত্যার উদ্দেশ্যে আমরা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে ও পায়ে আঘাত করে তাকে ফেলে রাখে। সেখান থেকে গ্রামবাসী উদ্ধার করে ঝিনাইদহ সদর হসপিটালে ভর্তি করে। তার মাথায় আটটা সেলাই লেগেছে। সাইফ হোসেনের সাথে কথা বলে জানা যায় যে এখনো থানায় মামলা করেনি তবে মামলা করা প্রক্রিয়া চলছে।

সাংবাদিক সাইফ হোসেন এর উপর হামলার প্রতিবাদে ঝিনাইদহ প্রেস ইউনিটির সভাপতি সাহিদুল এনাম পল্লব নিন্দা জ্ঞাপন করেছেন এবং উক্ত ঘটনার সাথে জড়িত দের তদন্ত করে দোষী ব্যক্তিদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন।

Leave a Reply