গাজীপুর কাশিমপুর ৬নং ওয়ার্ডে ঈদে মিলাদুন্নবী (সঃ) চাঁদপুরী ওয়েল ফেয়ার সোসাইটি‌ উপলক্ষে দোয়া ও মিলাদ আয়োজন করা হয়েছে

টপ নিউজ প্রতিদিন ডেক্স

আজ ১২ রবিউল আউয়াল। বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস। সারা বিশ্বের মুসলমানরা এই দিনটিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পালন করেন।
হজরত মুহাম্মদ (সা.) পৃথিবীতে এসেছিলেন তাওহিদের মহান বাণী নিয়ে। প্রচার করেছেন শান্তির ধর্ম ইসলাম। তাঁর আবির্ভাব এবং ইসলামের শান্তির বাণীর প্রচার সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে।


মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর বাবা আবদুল্লাহ ও মা আমিনা। জন্মের আগেই রাসুল (সা.) তাঁর বাবাকে হারান এবং ছয় বছর বয়সে তিনি মাতৃহারা হন।


সমগ্র আরব জাহান যখন পৌত্তলিকতা ও অনাচারের অন্ধকারে নিমজ্জিত ছিল, সেই আইয়ামে জাহেলিয়ার যুগে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে সারা বিশ্বজগতের জন্য রহমতস্বরূপ পাঠিয়েছিলেন সর্বশক্তিমান মহান আল্লাহ। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জনাব মোঃ জাহিদুল (চাঁদপুরী) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চাঁদপুর ওয়েল ফেয়ার সোসাইটি‌,এ সময় তিনি বলেন,
মহানবী হজরত মুহাম্মদ (সা.) মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি ভূমিকায় অবতীর্ণ হয়ে বিশ্বমানবতার জন্য অনিন্দ্যসুন্দর অনুসরণীয় শিক্ষা ও আদর্শ রেখে গেছেন, যা প্রতিটি যুগ ও শতাব্দীর মানুষের জন্য মুক্তির দিশারী হিসেবে পথ দেখাবে।

উপস্থিত মোঃ বাদল হাসান মুখপাএ, মোঃ সৌরভ হোসেন কোষাধক্ষ্য, মোঃ সাইদ মিয়া সদস্য, মোঃ জাহাঙ্গীর হোসেন সদস্য, মোঃ মেহেদী হাসান সদস্য, মোঃ জহিরুল ইসলাম লালন, মোঃ ফরিদুল ইসলাম রিপন উপদেষ্টা গাজীপুর জেলা,মোঃ বিল্লাল হোসেন সভাপতি গাজীপুর জেলা, মোঃ হাফিজুল ইসলাম সাধারণ সম্পাদক গাজীপুর জেলা, মোঃ আলমগীর হোসেন, মোঃ লাবলু মিয়া, কালু মিয়া, মোশাররফ হোসেন,শাহিন আলম, আলামিন হোসেন, বুলবুল হোসেন, উজ্জল মিয়া, মোস্তফা, কাঁকন, নজরুল সহ এলাকার স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। পরে মিলাদ মাহফিলের শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

Leave a Reply