কবিতা : প্রথম যৌবন


কবি মোঃ ইসমাইল

আসিয়াছে সে – প্রথম যৌবনে ছিল যে ,
ভাবিয়াছি তাহারে, যখন ঘুড়ি ছিলো না শুন্য আকাশে ।
দেখিয়া তাহারে বহুকাল পরে জাগিলো আহত সুর,
প্রশান্ত চিত্তে অনন্য দৃষ্টিতে চাহিলাম কিঞ্চিৎ দূর ।
পৃথিবীর সকল তিক্ত পাথর,
আমারই ধমনিতে করছিলো ভর ।
নিঃসঙ্গ – নিরালায় হাঁপিয়ে বেড়ায়,
অনুভূত ব্যাথা হৃদয়ে জোড়ায় জোড়ায় ।
সাত রঙ্গে সাজিয়েছি কত দিন – ক্ষন,
নির্জনে – নিরালায় কত সপ্ন বুনেছি দু’জন ।
কত দিন ফুরিয়েছে মান অভিমানে,
সেই স্মৃতি নতুন রূপে আবার কাছে টানে ।
বহু সময় গড়িয়েছে আর ভেবে নেই কাজ,
আমি এখন ভিন্নরূপী – তাতেই তোমার অজস্র লাজ ।
সেই দিন – সেই চলা – সেই কোলাহল,
সবই আজ বড্ড অতীত ভিন্ন কৌতুহল ।

Leave a Reply