গাছা সাংবাদিক ক্লাবের ঈদ পুনর্মিলনী ও মাদক সন্ত্রাস চাঁদাবাজ নির্মূলে করণীয় শীর্ষক আলোচনা সভা

ফাহিম ফরহাদ, গাজীপুরঃ

গাজীপুর গাছা সাংবাদিক ক্লাবের ঈদ পুনর্মিলনী ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, নির্মূলে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩জুলাই) দুপুরে নগরীর বোর্ডবাজার এলাকার হোটেল রাঁধুনিতে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে অতিথী হয়ে অংশ নিয়ে গাছা মেট্রো থানা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্যে বলেন, বিগত সৈরাচার সরকারের আমলে আপনারা আমাদের খোঁজ নিতে পারেননি, আমরাও আপনাদের কাছে আসতে পারিনি। সৈরাচার সরকার পরিবর্তনের পর বর্তমানে সুযোগ সৃষ্টি হয়েছে আপনাদের মাঝে আসতে পেরেছি কথা বলতে পারছি।

বক্তারা আরো বলেন, আপনারা মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ঝুট বাণিজ্যে নৈরাজ্যকারীসহ সকল অপরাধীদের বিরুদ্ধে সত্য প্রকাশ করুন আমরা আপনাদের সহায়তা করবো। পরিশেষে বক্তারা বিএনপিকে উদ্দেশ্যপ্রণোদিত জনগণের কাছে ভূল ভাবে উপস্থাপনের কড়া সমালোচনা করে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন। আলোচনার একপর্যায়ে ফারুক খান বলেছেন গণমাধ্যমের স্বাধীনতায় জিয়াউর রহমানের ভূমিকা ছিলো অন্যতম।

গাছা সাংবাদিক ক্লাবের সভাপতি সাংবাদিক সামছুদ্দিন জুয়েলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের সঞ্চালনায় এতে অতিথী হিসেবে বক্তব্য দেন, গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন খান, থানা বিএনপির সহ-সভাপতি আবুল কাশেম, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হাজারি-সহ, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমতিয়াজ হোসেন তুষার, বিএনপি নেতা মীর্জা শফিক, মজিবুর, আনোয়ার প্রমূখ।

ফারুক খান আরো বলেন, জিএমপি কমিশনার মাদক নির্মূলে স্থানীয় থানা পুলিশকে আমাদের সহায়তা করতে বলেছেন। এর ধারাবাহিকতায় গাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম অপরাধ দমনে অনুষ্ঠানে ভার্চুয়াল যুক্ত হয়ে, উপস্থিত সাংবাদিকসহ নেতৃবৃন্দের সহায়তা কামনা করেছেন।

এছারা গাছা সাংবাদিক ক্লাবের সাংবাদিকরাও বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ ও উত্তরণ বিষয়ে গঠনমূলক আলোচনা করেন। এতে অংশ নেন থানা বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা।

প্রীতিভোজ শেষে গাছা সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম আরিফ এর শুভ জন্মদিন উপলক্ষে কেক কাটে আলোচনাসভা টি সম্পূর্ণ হয়।

Leave a Reply