
মোঃআনজার শাহ
চট্টগ্রাম, ২৯ জুন ২০২৫:
উরি ব্যাংক বাংলাদেশ, চট্টগ্রাম শাখার উদ্যোগে কর্ণফুলী ইপিজেড এলাকায় অবস্থিত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশগ্রহণে “ট্রেড ও রেমিট্যান্স অপারেশন, এফডিআই রিপোর্টিং এবং মানি লন্ডারিং প্রতিরোধ” শীর্ষক একটি সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গত ২৯ জুন, রবিবার আয়োজিত এই কর্মশালার উদ্বোধনী বক্তব্য প্রদান করেন উরি ব্যাংক চট্টগ্রাম শাখার ব্যবস্থাপক জনাব এস. এম. রাকিবুল হাসান। তিনি ব্যাংকিং খাতের আন্তর্জাতিক মান বজায় রাখতে সঠিক রিপোর্টিং, রেমিট্যান্স ব্যবস্থাপনা ও মানি লন্ডারিং প্রতিরোধে সচেতনতার গুরুত্ব তুলে ধরেন।
কর্মশালায় কর্ণফুলী ইপিজেডের ২০টি প্রতিষ্ঠানের প্রায় ৫০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। এতে অংশগ্রহণকারীরা ট্রেড কার্যক্রম, বৈদেশিক বিনিয়োগ (FDI) রিপোর্টিং ও ঝুঁকিব্যবস্থাপনার বিষয়ে বাস্তবভিত্তিক ধারণা লাভ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:
🔹 চট্টগ্রাম শাখার ম্যানেজার (অপারেশন) জনাব মোঃ গোলাম সরোয়ার
🔹 সহকারী ব্যবস্থাপক জনাব মোঃ আবুল মনসুর
🔹 জনাব জিয়াউল করিম
🔹 জনাব আবু হেনা মোঃ রাজন
🔹 জনাব আবু হানিফ মোঃ আসিফ
🔹 জনাব মোঃ তারেক আজিজ
🔹 জনাব ইয়াকিন রেজা
উরি ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, এই আয়োজনের মাধ্যমে অংশগ্রহণকারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি ব্যাংকিং খাতে ঝুঁকি মোকাবেলা ও তথ্য সঠিকভাবে উপস্থাপনের সক্ষমতা বাড়বে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে ব্যাংক কর্তৃপক্ষ আশা প্রকাশ করে।