
মহিউদ্দিন ইরাকঃ
সাংবাদিকতার ভাষায় সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যখন ঈদ আসে মনে স্পেশাল একটা আনন্দ অনূভুতি কাজ করে।এশিয়া সহ সারা পৃথিবীতে যতো মুসলমান ধর্মালম্বীরা রয়েছেন ঈদের দিনটা অন্তত সকল ব্যস্ততা,দুঃখ বেদনা, ক্লান্তি ভূলে আপনজন কিংবা কাছের মানুষের সাথে ঈদের আনন্দ উপভোগ করেন। অনেকে শহরে কিংবা প্রবাসে ঈদ করেন, আসলে প্রবাসীদের কথা চলে আসলো প্রবাসীদের ঈদ কেমন কাটে এই নিয়ে অনেক প্রবাসীর সাথে কথা হয়েছে সাক্ষাতে সবাই কষ্ট বেদনা বুকে চাপা দিয়ে ত্যাগের তীব্রতা নিয়ে ঈদের দিনটা অন্তত স্পেশাল বানিয়ে আনন্দ করে থাকেন আর যারা শহরের ঈদ করেন তাদের বিষয়টা ও অনেকটাই সিমিলারিটি রয়েছে তবে শহরে ঈদ টা আনন্দেই কাটে।
আর যারা নারীর টানে বাড়ি ফিরে সকল কিছু ভূলে পরিবার- পরিজন, প্রতিবেশী, শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ীদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে।
সবচেয়ে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা ঈদের আনন্দে কে প্রাণবন্ত রাখতে নিজেদের পরিবার পরিজন রেখে ত্যাগের পাহাড় নিয়ে ঈদ কাটান।
অসহায় হতরিদ্র, পথশিশু, আরো কিছু মানুষ ও তাদের মনে একটা বিশাল কষ্ট রেখেও ঈদের দিনটা আনন্দে কাটাতে চায়।
জরুরি সরকারি সেবা প্রশাসন, এম্বুলেন্স সার্ভিস, জরুরি বিদ্যুৎ, ফায়ার সার্ভিস এবং গণমাধ্যম সদা জাগ্রত থেকে মানুষের কল্যাণে বস্তুনিষ্ঠ নিউজ প্রকাশ করে যায়।
সবার ঈদ কাটুক অনেক ভালো।ঈদের আনন্দে মুখরিত হোক প্রতিটি ঘর প্রতিটি জন।২০২৫ পবিত্র ঈদুল আযহা সবার জীবনে বয়ে নিয়ে আসুক শান্তি ও কল্যাণের বার্তা। ঈদ হোক আনন্দময় ও ভালোবাসার,ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক প্রিয় বাংলাদেশ। দেশ ও দেশের বাহিরে সবাই কে ঈদুল আযহার শুভেচ্ছা জানাই।