
সামছুদ্দিন জুয়েল :-
“” ঈদ মোবারক”” ঈদ মোবারক”” ঈদ মোবারক”‘ গাজীপুর মহানগরীর ৩৮ নং ওয়ার্ড সহ দেশবাসীকে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির পক্ষ থেকে সকল মুসলিম ভাইবোনদের জানাই ঈদুল আজহার রক্তিম শুভেচ্ছা ও মোবারকবাদ।
তারই সাথে দোয়া চাই জাতীয়তাবাদী বিএনপির চেয়ারপারসন, আপোষহীন দেশনেত্রী, বেগম খালেদা জিয়া ও কোটি কোটি তারুণ্যের অহংকার প্রিয় নেতা (ভারপ্রাপ্ত চেয়ারম্যান) তারেক রহমানের জন্য। মোঃ কামরুল ইসলাম কামু সহ-সভাপতি গাছা থানা বিএনপি ও সভাপতি ৩৮ নং ওয়ার্ড বিএনপি গাজীপুর মহানগর।
কামরুল ইসলাম শুভেচ্ছা বার্তায় আরও বলেন, ঈদ হচ্ছে মুসলিম উম্মাহর সবচেয়ে বড় উৎসব, ইসলামের একটি বিশেষ মহিমান্বিত বা ত্যাগের দিন। যা সারা বিশ্বে মুসলমানরা বিভিন্নভাবে উদযাপন করে। বছরে দুইটি ঈদ আসে, একটি হচ্ছে ঈদুল ফিতর, আর আরেকটি হচ্ছে ঈদুল আজহা।
ঈদুল আজহা কোরবানি উৎসব, যা বর্তমানে হজের সাথে সম্পর্কিত। আমরা এই দিনে পশু কোরবানি দিয়ে আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ করি। এই দুইটি ঈদ উদযাপন শুধু মাত্র উৎসবই নয়, বরং এটি ভ্রাতৃত্ব, বন্ধুত্ব, ত্যাগ, এবং সামাজিক সম্প্রীতির বার্তা ও বহন করে, তাই সর্বস্তরের মানুষের জীবনে বয়ে আনুক আনন্দ, সুখ, শান্তি, ও সমৃদ্ধি এই কামনা করছি।