সরিষাবাড়ীতে জলবদ্ধতা সৃষ্টি করে বাড়ি নির্মাণ ”এলাকাবাসীর ক্ষোভ”

স্টাফ রিপোর্টার

জামালপুর জেলা সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গোবিন্দনগর গ্রামে সরকারি আর এইস ডি রাস্তার পাশে কালভার্ট বন্ধ করে বাড়িঘর নির্মাণ করে জলাবদ্ধতা সৃষ্টি করার অভিযোগ উঠেছে ।

তথ্য ও স্থানীয় সূত্রে জানা যায় , উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পুঠিয়ার পাড়া , সাঞ্চার পার , মোনার পাড়া , শিমুল তাইর , চকপাড়া ও গোবিন্দনগর গ্রামের কৃষি জমির পানি গোবিন্দ নগর গ্রামের সানহা ইটভাটা সংলগ্ন প্রধান সড়কের কালভার্ট ব্রিজ এর নিচ দিয়ে প্রবাহিত হতো যা বর্তমানে উক্ত ব্রিজের পশ্চিম পাশে মাটি কেটে স্থানীয় হবিবুর রহমানের ছেলে প্রভাবশালী মোহাম্মদ হাফিজুর রহমান মাটি কেটে ভবন নির্মাণ করিতেছেন ।

উপরোক্ত বিষয় নিয়ে উক্ত এলাকাবাসীর পক্ষে সরিষাবাড়ি উপজেলা শাখা কৃষক দলের আহবায়ক আব্দুল মজিদ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর সহ অন্যান্য জায়গায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন এবং তদন্ত পূর্বক আইনি ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেন ।

এ বিষয়ে স্থানীয় আবুল হোসেনের ছেলে সোহাগ বলেন , দীর্ঘদিন যাবত উক্ত ব্রিজের নিচ দিয়ে আমাদের সবার কৃষি জমির পানি সহ অন্যান্য জমানো পানি নিষ্কাশন হত কিন্তু বর্তমানে মাটি কেটে ভবন নির্মাণ করায় উক্ত গ্রামের পানি নিষ্কাশন হচ্ছে না এবং জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে এবং আমাদের কৃষি জমির ব্যাপক ক্ষতি হচ্ছে ।

একই কথা বলেন স্থানীয় মৃত আমির উদ্দিনের ছেলে আলহাজ্ব আব্দুল কাদের ও মৃত আলাউদ্দিনের ছেলে খলিলুর রহমান ।

এছাড়াও স্থানীয় মকবুল হোসেন সহ ওমর , আব্দুল , হামিদ , হেলাল , মাসুদ , মজিবর রহমান , নাসির , মজনু , ফজলুল , বেলায়েত সহ অনেকেরই একটাই দাবি হঠাৎ করেই পানি নিষ্কাশনের জায়গায় ভবন নির্মাণ করে জলাবদ্ধতা সৃষ্টি করে কৃষি জমির ব্যাপক ক্ষতি করা হচ্ছে অচিরেই পানি নিষ্কাশনের ব্যবস্থা সচল করার জন্য আহবান তাদের ।

উপরোক্ত বিষয় নিয়ে অভিযুক্ত হাফিজুর রহমান ও সাবেক ইউপি সদস্য হাফিজুর রহমানের ছোট ভাই মোস্তাফিজুর রহমান খোকন বলেন , অভিযুক্ত জায়গা বা জমি আমাদের পৈত্রিক সম্পত্তি তাই আমরা আমাদের প্রয়োজনে উক্ত জায়গায় বাড়ি নির্মাণ করিতেছি তবে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদের এখানে এসেছিলেন ।

এ বিষয়ে সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা হলে তিনি বলেন , অভিযোগ পাওয়ার পর আমরা উক্ত স্থানে তদন্তের জন্য গিয়েছিলাম । উপরোক্ত বিষয়ে সামগ্রিক বিবেচনা পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করবো ।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ চাঁদ মিয়া বলেন , এ পর্যন্ত উপরোক্ত বিষয়ে আমরা কোন অভিযোগ পাইনি তবে অবগত করা হয়েছে যদি কখনো অভিযোগ পাই বা প্রশাসনিক কোনো নির্দেশনা পাই তাহলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব ।

Leave a Reply